করোনা আক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও বোলিং কোচ!
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার বাকি ঘণ্টা খানেক। এরই মধ্যে জানা গিয়েছিল দুই লঙ্কান ক্রিকেটার ও তাদের বোলিং কোচ করোনা ভাইরাসে আক্র??ন্ত হয়েছিলেন।
এমনই প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

করোনা আক্রান্তদের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা এবং শিরান ফার্নান্দো। এখন তাঁরা তিনজনই দ্বিতীয় পিসিআরের অপেক্ষায় রয়েছেন।
এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। এমন অবস্থায় প্রশ্নের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৈরিকৃত জৈব সুরক্ষা বলয়। সেই সঙ্গে শ্রীলঙ্কার তিনজন করোনা আক্রান্ত হওয়ায় সিরিজটি প্রশ্নের মুখে পড়ে গেলো।
সূচি অনুযায়ী, আজ থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে সিরিজ। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দুপুরে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।