প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার রান
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে এমন কীর্তি গড়েছেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।
তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার ৯৯৮ রান নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছেন তামিম। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ইসুরু উদানার আউট সাইড অফ স্টাম্পের বলে চার মারেন বাঁহাতি এই ওপেনার।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলে ৩৫৬ ম্যাচ খেলেছেন তামিম। যেখানে ৬৪ টেস্টের ১২৩ ইনিংসে ৪৭৮৮ রান করেছেন। টেস্টে ৩১ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৯ সেঞ্চুরি। সাদা পোশাকের ক্রিকেটে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে তাঁর।
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৭ ঘন্টা আগে
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে খেলেছেন ২১৪ ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেসহ)। যেখানে ২১৪ ওয়ানডেতে করেছেন ৭৪৫৭* রান।
সংক্ষিপ্ত এই ফরম্যাটে ৫০টি হাফ সেঞ্চুরির সঙ্গে ১৩টি সেঞ্চুরি রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৮ ম্যাচে করেছেন ১ হাজার ৭৫৮ রান।
এই ফরম্যাটের বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেছেন তামিম। টি-টোয়েন্টিতে বাঁহাতি এই ওপেনারের সেঞ্চুরির সংখ্যা সাতটি।