promotional_ad

একটি নয়, প্রয়োজনে চার-পাঁচটি রিভার্স সুইপ করব: মুশফিক

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

২৬ এপ্রিল ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপর্যয়ের মূখে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো প্রথম ম্যাচেও সেঞ্চুরি পেতে পারতেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু সেঞ্চুরির আগ মুহূর্তে রিভার্স সুইপ খেলে আক্ষেপে পুড়েছেন তিনি।


দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেও কোন রিভার্স সুইপ শট খেলেননি মুশফিক। অনেকের ধারণা ছিল, গেল ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিয়ে এই ম্যাচে রিভার্স সুইপ করেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে সেই ধারণা হেসে উড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে মুশফিক জানিয়েছেন, পরিস্থিতি এলে তৃতীয় ম্যাচে একাধিক রিভার্স সুইপ খেলবেন তিনি।


promotional_ad

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের বাকি ব্যাটসম্যানরা যেখানে সুবিধা করতে পারছিলেন না, সেখানে ১২৭ বলে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক। ৭০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেও সেই সময় তাঁর বাউন্ডারি সংখ্যা ছিল মোটে একটি। এদিকে সেঞ্চুরি করতে মাত্র পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

সেঞ্চুরি করতে মাত্র পাঁচটি বাউন্ডারি মারা মুশফিক সেঞ্চুরির পর ২৫ রান করতে বাউন্ডারি মেরেছেন আরও পাঁচটি। পুরো ম্যাচ জুড়ে ১০টি বাউন্ডারি মারলেও সেখানে ছিল না কোনো রিভার্স সুইপ শট। যদিও সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপ খেলে রান তোলায় পটু মুশফিক। তবে এসব শট খেলতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ সময়ে আউটও হয়েছেন।


রিভার্স সুইপকে নিজের শক্তির জায়গা উল্লেখ করে ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘(হেসে) আমি মনে করি, এটা আমার প্রিয় শটগুলির একটি এবং আমার একটি শক্তির জায়গাও। এরকম পরিস্থিতি আসেনি (এই ম্যাচে), এলে অবশ্যই আবার খেলব এবং এটাও বলতে চাই, তৃতীয় ওয়ানডেতে পরিস্থিতি এলে একটা নয়, আরও চার-পাঁচটাও খেলতে পারব।’


মুশফিকের সেঞ্চুরিতেই মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৬ রানের লড়াইয়ের সংগ্রহ পায় বাংলাদেশ। শুধু তাই নয়, ওই সংগ্রহ নিয়েই বোলারদের দাপটে ১০৩ রানের জয় পেয়েছে তামিম ইকবালের দলে। ফলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। যে কারণে এই সেঞ্চুরিকে বড় স্পেশাল বলছেন ‍মুশফিক।


তিনি বলেন, ‘প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল, যদি বাংলাদেশ দল জেতে। সেদিক থেকে এই সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। এটা আরও বড় স্পেশাল, কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আগে কখনও সিরিজ জিতিনি। এটার কারণে জিততে পেরেছি। এটা অবশ্যই সামনের দিনে আমাকে আরও ভালো করার প্রেরণা দেবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball