করোনা মুক্ত হলেন আরেক লঙ্কান ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা মুক্ত হলেন শ্রীলঙ্কার ডানহাতি পেস বোলার শিরান ফার্নান্দো। প্রথম দুই টেস্টে পজিটিভ হওয়ায় আইসোলেশনে ছিলেন তিনি। বুধবার তৃতীয়বারের মতো করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে তার ফল।
শিরানের করোনা মুক্ত হবার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও মঞ্জুরুল ইসলাম চৌধুরি। তিনি বলেন, 'গতকাল তৃতীয়বারের মতো শিরান ফার্নান্দোর করোনা পরীক্ষা করা হয়। আজ সেটির রিপোর্ট হাতে পেয়েছি আমরা, যেখানে তার ফল নেগেটিভ এসেছে।'

করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজটি হুমকির মুখে পড়েছিল। ম্যাচ শুরুর আগে এই খবরে ম্যাচটি বাতিলের হবারও উপক্রম হয়েছিল।
যদিও দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষায় ভাস এবং উদানার রেজাল্ট নেগেটিভ আসে। পজিটিভই থেকে যান শিরান। তবুও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়ায় ম্যাচ। এরপর তাকে থাকতে হয় আইসোলেশনে।
অবশেষে সিরিজের দুই ম্যাচ পর করোনা মুক্ত হলেন এই লঙ্কান পেসার।সিরিজের সর্বশেষ ম্যাচে তাকে খেলানো হবে কিনা তা নিশ্চিত করে বলেনি লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে লঙ্কানদের। আগামী ২৮মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।