ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে মাহমুদউল্লাহ
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৬ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফর্মের তুঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে ৫৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৪১ রানের ইনিংস।
মাহমুদউল্লাহ মনে করেন এমন ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আছেন তিনি। তিন বছর ধরে ফিটনেস নিয়ে কাজ করার সুফল পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

তৃতীয় ম্যাচের আগে মাহমুদউল্লাহ বলেছেন, 'আলহামদুলিল্লাহ! মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আমি আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে আমি কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি, রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম... ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি করা লাগে, মেনটেনেন্স কাজ করা লাগে।'
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
দীর্ঘ দিন কাঁধের ইনজুরিতে ভুগছেন মাহমুদউল্লাহ। এ কারণে বোলিংও করতে পারেননি তিনি। ব্যাটিংয়েও ছিল জড়তা। সেই ইনজুরি কাটিয়ে উঠে ব্যাট হাতেও ফর্ম ফিরে পেয়েছেন মাহমুদউল্লাহ।
'এই জিনিসগুলো আমি করার চেষ্ট করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভাল থাকে। উইকেট ভাল ভাল হচ্ছে। আমার মনে হয় ব্যাটিংটা ভাল হওয়া উচিত। এবং যেটা প্রথম বললাম আমাদের সেরা আউটপুট এখনো দিতে পারিনি। হোপ কালকের ম্যাচে করতে পারব।'
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ মনে করেন এখনও সিরিজে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ দল। শেষ ম্যাচে সেই পারফরম্যান্সটাই দেখা যেতে পারে বলে আশাবাদী এই অভিজ্ঞ ক্রিকেটারের।