শ্রীলঙ্কা সিরিজে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি: তামিম
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
প্রথম দুই ওয়ানডে জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানে হেরেছে তামিম ইকবালের দল। সিরিজ জিতলেও ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট হারিয়েছে তারা। অধিনায়ক তামিম তাই মনে করছেন সামর্থ্য অনুযায় খেলতে পারেনি তার দল।
প্রথম দুই ম্যাচে তামিমের সঙ্গি হিসেবে ব্যর্থ হয়েছেন লিটন দাস। সাকিব আল হাসান পারেননি তার পুরনো ফর্ম ফিরিয়ে আনতে। ফলে শুরুর দিকে রান তুলতে প্রায়ই খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। বার বারই ত্রাতা হয়ে মুশফিকুর রহিম দাড়িয়েছেন ব্যাট হাতে।

পেসাররাও শুরুতে লঙ্কানদের উইকেট তুলে নিতে পারেননি। যেটা করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমান বেশ কয়েকটি উইকেট পেলেও তা ছিল ইনিংসের শেষ দিকে। তৃতীয় ম্যাচে যদিও দারুণ বল করেছেন তাসকিন আহমেদ। এই ক্ষেত্রে গুলোতে উন্নতি করতে পারলে হয়ত হোয়াইটওয়াশ হত শ্রীলঙ্ক।
ম্যাচ শেষে তামিম বলেন, 'যেমনটি আমি দ্বিতীয় ওয়ানডের শেষে এবং এই ম্যাচের শুরুতে বলেছিলাম, আমরা সিরিজ জিতেছি কিন্তু আমি ভেবেছিলাম আমরা কখনই একটি সম্পূর্ণ খেলা খেলি না। আমরা এই সিরিজে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলেনি। সিরিজ জয়ের পরেও আমি আপনাকে বলতে পারি যে কাজ করার জন্য আমাদের আরো কয়েকটি ক্ষেত্র রয়েছে।'
তৃতীয় ওয়ানডেতে ১২২ বলে ১২০ বলের অসাধারণ এক ইনিংস খেলেছেন কুশল পেরেরা। যদিও আউট হতে পারতেন সেঞ্চুরির আগেই। লঙ্কান অধিনায়কেরই যে তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশী ফিল্ডাররা। তামিম তাই মনে করছেন লঙ্কানদের জিততে সহায়তা করেছেন তারা।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'এই ম্যাচটিতে জিততে তাদের খুব আক্রমণাত্মক মানসিকতা ছিল এবং আমরা তাদের এটি করতে সহায়তা করেছি। আমরা খুব ভালো বল করতে পারিনি। আমরা আমাদের সুযোগগুলি গ্রহন করতে পারিনি, গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ মিস করেছি এবং লক্ষ্য তাড়া করতে গিয়ে সম্ভবত ৩০ রান কম পেতে পারতাম।'