নতুন ভূমিকায় আয়ারল্যান্ড দলে ফিরছেন ডকরেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
জর্জ ডকরেল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে ব্যাটিং করেছেন লোয়ার অর্ডারে। তবে সম্প্রতি আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। ২০১৭ সালে লিস্ট 'এ' ক্রিকেটের মর্যাদা পায় আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক ক্রিকেট প্রতিযোগিতা।
এরপর থেকে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ১৭ ইনিংস খেলে ১০১.২৮ গড়ে ৭০৯ রান করেছেন ডকরেল। তাই বিশ্বকাপ সুপার লীগের অংশ হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তাকে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।

মাত্র ১৮ বছর বয়সে ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে খেলেছিলেন ডকরেল। দলে ছিলেন এক জন স্পেশালিষ্ট বাঁহাতি স্পিনার হিসেবে। ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই ব্যাটিং করেছেন দশ-এগারো নম্বরে।
যদিও সাম্প্রতিক সময়ে ঘড়োয়া ক্রিকেটে ব্যাট হাতে বাজিমাত করেছেন তিনি। তাই নেদারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে পাঁচ নম্বর পজিশনের জন্য বিবেচনা করা হয়েছে। পাশাপাশি তার বাঁহাতি স্পিন দলের জন্য বাড়তি পাওয়া।
মিডল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ায় খুশি ২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। নিজের ব্যাটিং অর্ডার নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আসলেই দারুণ, আমার জন্য অনুপ্রেরণার। আয়ারল্যান্ড অনুর্ধ্ব-১৩ দলের হয়ে আমি ইনিংস ওপেন করেছি। আমি অলরাউন্ডার হতে ছেয়েছিলাম কিন্তু অভিষেক (জাতীয় দল) হওয়ার পর কয়েক বছর সেটা করতে পারিনি।’
৮৭টি ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে ডকরেলের শিকার ৮৯ উইকেট। আইরিশ ক্রিকেটে একদিনের ম্যাচে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ২০১২ সালে বর্ষসেরা আইসিসির সহযোগী খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
গত কয়েক বছর ধরে বাজে ফর্মের কারণে ছিলেন জাতীয় দলের বাইরে। ছিলেন না আরব আমিরাত সফরেও। এমনকি গেল বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। এবার তিনি ফিরছেন নতুন রূপে।