জিম্বাবুয়ে সফরে ৫-৭ দিনের কোয়ারেন্টাইন

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
চলতি মাসের শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে ২৯ জুন দেশটির বিমানে উঠবেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আসন্ন এই সফরে ৫ থেকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে তাদের।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন। তবে এখনও সবকিছু আলোচনার পর্যায়ে আছে এবং দ্রুত সব চূড়ান্ত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

আসন্ন সফরে ২টি টেস্ট ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে একটি টেস্ট কমিয়ে পরবর্তীতে বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা। সেই সঙ্গে রয়েছে প্রস্তুতি ম্যাচও।
কোয়ারেন্টাইন ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুলাই সফরের প্রথম ও একমাত্র টেস্টটি শুরু বুলাওয়েতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তিনটি টি–টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।
সীমিত ওভারের সবকটি ম্যাচ হবে হারারেতে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
কোয়ারেন্টাইন প্রসঙ্গে নিজাম উদ্দীন বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে তা হল স্বাভাবিকভাবে ৫-৭দিনের কোয়ারেন্টাইন রয়েছে।'
'আমরা সেই হিসেব করেই কাজ করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি আর কোনো পরিবর্তন এলে এর আওতায় আনা হবে' আরও যোগ করেন বিসিবির এই প্রধান নির্বাহী।