promotional_ad

শ্রীলঙ্কার নতুন ফিটনেস পরীক্ষার নিয়মে অসন্তুষ্ট মালিঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিমের সুস্থতা কামনা করে তিওয়ারি-যুবরাজদের বার্তা, 'জিততেই হবে বন্ধু'

২৪ মার্চ ২৫
যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, তামিম ইকবাল ও মনোজ তিওয়ারি

বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে ঝামেলা যেন থামছেই নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে সেটি করতে গিয়ে যেসব নতুন নিয়ম যুক্ত করেছেন সেগুলো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।


কেন্দ্রীয় চুক্তি নিয়ে ঝামেলা শেষ হতে না হতেই লঙ্কান ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন মালিঙ্গা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিটনেস পরীক্ষার নতুন নিয়ম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন শ্রীলঙ্কার এই পেসার। মালিঙ্গা জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ম শিখিয়ে তার প্রণয়ন করা উচিত ছিল।


promotional_ad

এসএলসি সম্প্রতি জানিয়েছে যে, ফিটনেস পরীক্ষায় পাশ করলেই কেবল একাদশে সুযোগ পাবেন ক্রিকেটাররা। নতুন নিয়ম অনুসারে, ৮ মিনিট ৩৫ সেকেন্ডে ২ কিলোমিটার দৌঁড়াতে হবে ক্রিকেটারদের। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এমন নিয়ম প্রণয়ন করে দেশটির ক্রিকেট বোর্ড।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

যেখানে ৩২ জন ফিটনেস পরীক্ষা দিয়ে ৪ জন উৎরে যেতে ব্যর্থ হয়েছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্যও একই নিয়ম প্রযোজ্য ছিল। এদিকে ইংল্যান্ড সিরিজেও একই নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। যেখানে পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ সফরে আসা ধনাঞ্জয়া ডি সিলভা ও দানুশকা গুনাথিলাকা।


যদিও আবারও ফিটনেস পরীক্ষা নিতে অনুরোধ জানিয়েছেন তাঁরা দুজন। এদিকে মালিঙ্গা জানিয়েছেন যে, ফিটনেস পরীক্ষার এমন নতুন নিয়ম সংযোজনের আগে ক্রিকেটারদের অবহিত করা উচিত ছিল। শ্রীলঙ্কার অভিজ্ঞ এই পেসার মনে করেন, এটার জন্য প্রস্তুত হতে সময় দেয়া উচিত ছিল।


এ প্রসঙ্গে মালিঙ্গা বলেন, ‘কোভিড-১৯ মহামারীর সময় সকল প্রকাশ শারীরিক অনুশীলন বন্ধ ছিল। অনুশীলনের জন্য খেলোয়াড়দের বাড়িতে খুবই অল্প পরিমাণ সুযোগ ছিল। কোন নির্দেশনা ছাড়াই ক্রিকেটারদের একটি নির্দিষ্ট সময়ের মাঝে ক্রিকেটারদের দুই কিলোমিটার দৌঁড়ে ফিটনেস পরীক্ষা দিতে বলা হয়েছিল।’


তিনি আরও বলেন, ‘ এটা দল নির্বাচনের মানদণ্ড হিসেবেও ধরা হয়েছিল। এতে কোন ভুল নেই। তবে আমি মনে করি খেলোয়াড় ও কোচদের এভাবে পরীক্ষা নেয়ার আগে তাদের জানিয়ে দেয়া উচিত ছিল। নিয়ম শুরু আগে যদি তাদের এ বিষয়ে শিক্ষা দেয়া হতো তাহলে এটা গ্রহণযোগ্য ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball