যাদব-স্যামসনরা সিরিজ জিতলে অবাক হবে না প্রসাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী জুলাইয়ে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত। তবে একই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থাকায় শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সেই সিরিজে নির্বাচকদের বিশেষ নজরে থাকবেন টপ অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ওপর। এ ছাড়া ইশান কিশান ও সাঞ্জু স্যামসনরাও এই সিরিজে সুযোগ পাবেন বলে আশাবাদী বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক নির্বাচক এমএসকে প্রসাদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'সূর্যকুমারের ওপর নজর থাকবে। এ ছাড়া ইশান ও সাঞ্জুরও দারুণ সুযোগ রয়েছে। আভেষ খানকেও দেখলে ভালো লাগবে। আইপিএলে সে দারুণ করেছে। কোন সিরিজে না খেলতে পারলে, সেটা তার জন্য হবে দুর্ভাগ্যজনক।’
অসমাপ্ত আইপিএলে ৭টি ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা পারফর্মার ছিলেন আভেষ। আর সূর্যকুমার ৭ ম্যাচে ১৭৮ রান করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এর আগের আসরগুলোতেও তাঁর ব্যাটে ছিল ধারাবাহিকতা।
এবার তারই প্রতিদান পেতে যাচ্ছেন তিনি। চলতি বছরই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সূর্যকুমারের। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও। দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেলে ভারতের সীমিত ওভারের দলে জায়গা পাকা করার সুযোগ পাবেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে দ্বিতীয় সারির দল পাঠালেও শ্রীলঙ্কা বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী এই সাবেক নির্বাচক। এই তরুণরা যদি অভিজ্ঞ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে তবে অবাক হবে না প্রসাদ। তিনি বলেছেন, ‘এই তরুণ দল যদি শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতে তাহলে আমি বিচলিত হব না।’