জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ১ দিনের কোয়ারেন্টাইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২ ঘন্টা আগে
চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। যেখানে একটি টেস্ট ও সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সাকিব আল হাসান - তামিম ইকবালরা। করোনাকালীন সিরিজ হলেও জিম্বাবুয়ে সফরে মাত্র একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।
বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি শেষ হওয়ার পরই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশের ক্রিকেটারা। ধারণা করা হচ্ছে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ।

বর্তমানে যেকোন সফরে গিয়ে ক্রিকেটারদের অন্ততপক্ষে তিন কিংবা সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। তবে জিম্বাবুয়ে সফরে গিয়ে মাত্র একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিব-তামিমদের। বুধবার (৯ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
৪ ঘন্টা আগে
একদিনের কোয়ারেন্টাইন শেষে ৩১ জুলাই অনুশীলন শুরু করবে বাংলাদেশের ক্রিকেটাররা। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘জিম্বাবুয়ে সফরে গিয়ে আমরা মাত্র একদিনের কোয়ারেন্টাইনে থাকব এবং তারপর আমরা আমাদের প্রাত্যহিক কার্যকলাপ শুরু করব।’
বর্তমানে ডিপিএল খেলায় ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে বাংলাদেশের মাটিতে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা নেই বিসিবির। তবে যে দলগুলো ডিপিএলের সুপার লিগে জায়ঘা পাবে না সেই দলে থাকা টেস্ট ক্রিকেটাররা চাইলে অনুশীনের ব্যবস্থা করবে দেশটির ক্রিকেট বোর্ড।
আকরাম বলেন, ‘দেশে আমাদের অনুশীলনের কোন পরিকল্পনা নেই কিন্তু প্রধান কোচের সঙ্গে আলাপ করা প্রয়োজন যে সে কি চাচ্ছে। ডিপিএলে যে টেস্ট ক্রিকেটাররা আছে কোনভাবে যদি তোদের দল সুপার লিগে না উঠতে পারে তাহলে তারা ফ্রি থাকবে। তারা যদি অনুশীলন করতে আগ্রহী থাকে তাহলে আমরা তাদের জন্য ব্যবস্থা করব।’