ভারতের শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সূচি প্রকাশ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
৫ মে ২৫
সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। যেখানে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে এই দুদলের। এদিকে চূড়ান্ত হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের সূচি।
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই দুই দলের মাঠের লড়াই। আগামী ১৩ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচে অনুষ্ঠিত হবে ১৬ ও ১৮ জুলাই।
ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে তাঁরা। যেখানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২১ জুলাই। বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৩ ও ২৫ জুলাই। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংলিশদের ডেরায় অবস্থান করছে ভারত। কোয়ারেন্টাইন জনিত সমস্যার কারণে লঙ্কা সফরে খেলা হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিদের মতো প্রথম সারির ক্রিকেটারদের।
যে কারণে লঙ্কা সফরে দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে সুস্থ থাকলে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে শ্রেয়াস আইয়ারকে। তবে ইনজুরির কারণে তাঁকে না পাওয়া গেলে ভারতের দায়িত্ব পালন করতে পারেন শিখর ধাওয়ান।
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রথম ওয়ানডে, ১৩ জুলাই
দ্বিতীয় ওয়ানডে, ১৬ জুলাই
তৃতীয় ওয়ানডে, ১৮ জুলাই
প্রথম টি-টোয়েন্টি, ২১ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৩ জুলাই
তৃতীয় টি-টোয়েন্টি, ২৫ জুলাই