শ্রীলঙ্কা সফরের আগে ধাওয়ানদের ১৪ দিনের কোয়ারেন্টাইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। যেখানে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই দুই দল। করোনাকালীন সিরিজ হওয়ায় লঙ্কা সফরের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতের ক্রিকেটারদের।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে নেই ভারতের মূল দলের বেশিরভাগ ক্রিকেটার। এর ফলে আসন্ন এই সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে বিসিসিআই। ইতোমধ্যে ২০ সদস্যের দলও ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সফরের বিমান ধরার আগে ভারতের মাটিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়াদের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। তবে শ্রীলঙ্কাতে গিয়ে কয়দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
এদিকে লঙ্কা দ্বীপে পৌঁছে ‘এ’ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার প্রস্তাব দিলেও তাতে সায় দেয়নি শ্রীলঙ্কা। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে নিজেদের মাঝে ভাগ হয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের ক্রিকেটাররা।
আগামী ১৩ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এবং ১৮ জুলাই। এরপর টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২১ জুলাই। বাকি দুটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৩ এবং ২৫ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।
ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাড্ডিকাল, ঋতুরাজ গায়কোয়াদ, সূর্যকুমার যাদব, মনিষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ইশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি এবং চেতন সাকারিয়া।