শামিমকে দিয়ে উপকৃত হবে বাংলাদেশ, বিশ্বাস নান্নুর

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে গেল কয়েক বছর ধরেই একজন পরিপূর্ণ ফিনিশারের অভাবে ভুগছিল বাংলাদেশ। নাসির হোসেন কিংবা সাব্বির রহমানদের দিয়ে চেষ্টা করা হলেও ফিনিশার হিসেবে থিতু হতে পারেননি তাঁরা। সর্বশেষ দুই সিরিজে আফিফ হোসেন ধ্রুবকে সুযোগ দিলেও সুবিধা করে ওঠতে পারেননি।
তাতে পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে আশায় বুক বাঁধছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শামিমকে দিয়ে বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটে উপকৃত হবে বলে বিশ্বাস করেন তিনি।

২০২০ সালে বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শামিম। বিশ্বকাপ শেষে তাঁকে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) অধীনে নিয়ে আসা হয়। এরপর থেকে নিয়মিতই পারফর্ম করছেন তরুণ এই অলরাউন্ডার।
পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত ফিল্ডিংয়ের সঙ্গে দ্রুতগতিতে রান তোলায় পারদর্শীতা দেখিয়েছিলেন শামিম। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ফিনিশার হিসেবে ছিলেন দুর্দান্ত। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দেড়শো স্ট্রাইক রেটে রান তুলে নজর কেড়েছেন তিনি।
এ ছাড়া আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও প্রশংসা কুড়িয়েছেন শামিম। তাতেই তরুণ এই অলরাউন্ডারকে মনে ধরে নির্বাচকদের। ফলস্বরুপ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ দেয়া হয় তাঁকে। নান্নু জানিয়েছেন, বিশ্বকাপের পর থেকেই তাঁকে নজরে রাখছে নির্বাচকরা।
এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাই পারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। তখন আয়ারল্যান্ড ‘এ’ (আয়ারল্যান্ড উলভস নামে) এসেছিল এখানে। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ও (শামিম) যথেষ্ট ভালো খেলেছে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া এখানে আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে সেখানেও ও (শামিম) যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আশা করি, এতে আমরা যথেষ্ট উপকৃত হবো।’