promotional_ad

পেশোয়ারকে হারিয়ে পিএসএলে মুলতানের প্রথম শিরোপা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শোয়েব মাকসুদ ও রাইলি রুশোর তাণ্ডবে আগে ব্যাট করে বড় সংগ্রহ পায় মুলতান ‍সুলতানস। এরপর বাকি কাজটা সারেন ইমরান তাহির-ব্লেসিং মুজারাবানিরা। আবুধাবিতে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে ওঠেই পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারালো মুলতান। তাতে নিজেদের প্রথম শিরোপার স্বাদ নিলো দলটি। 


ফাইনালে ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা ধীরগতির ছিল পেশোয়ারের ব্যাটিং। মুজারাবানিকে ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিলেও নিজেকে মেলে ধরতে পারেননি হযরতউল্লাহ জাজাই। পরের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা মাকসুদকে ক্যাচ দিয়ে ফেরেন আফগানিস্তানের এই ওপেনার।


পরের ওভারে ফেরেন কামরান আকমলও। ইমরান খানের বলে সাজঘরে ফেরার আগে অভিজ্ঞ এই ওপেনার করছেন ২৮ বলে ৩৬ রান। থিতু হতে পারেননি জনাথন ওয়েলসও। ১৩ বলে মাত্র ৬ রান করে ফিরেছেন তিনি এরপর অবশ্য মুলতানের কিছুটা আশা জাগিয়েছিলেন শোয়েব মালিক। 


promotional_ad

তাঁকে বেশ ভালোভাবে সঙ্গ দিচ্ছিলেন রোভম্যান পাওয়েল। তবে পরপর দুই ওভারে তাঁরা দুজন ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় পেশোয়ার। পাওয়েল ১৪ বলে ২৩ আর ডিপ স্কয়ার লেগে সোহেল তানভিরের বলে তাহিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ৪৮ রান করা মালিক।


যদিও ব্যক্তিগত ১৭ রানের সময়ই ফিরতে পারতেন মালিক। ইমরানের নো বলের কল্যাণে বেঁচে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। শেষ দিকে এক ওভারে শেরফান রাদারফোর্ড, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইমরানকে লেগ স্পিনার তাহির ফেরালে ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পেশোয়ারকে। 


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়াহাব. ইমরান ও আহমাদ বাটের বলে রীতিমত তাণ্ডব চালায় মুলতানের ব্যাটসম্যানরা। ইমরান ৪ ওভারে ৪৭ রান দিলেও বাকি দুই দিয়েছেন ৫২ রান করে। শেষ ৮ ওভারে ১১৬ রান তোলে মুলতান।


তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল পুঁজি পায় দলটি। মুলতানের হয়ে এদিন ৩৫ বলে অপরাজিত ৬৫ রান করেছেন মাকসুদ। এ ছাড়া রুশো ৫০, শান মাসুদ ৩৭ ও মোহাম্মদ রিজওয়ান করেছেন ৩০ রান। পেশোয়ারের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সামিন গুল ও ইমরান।


সংক্ষিপ্ত স্কোর:


মুলতান সুলতানস: ২০৬/৪ (ওভার ২০) (মাকসুদ ৬৫*, রুশো ৫০, মাসুদ ৩৭, রিজওয়ান ৩০, সামিন ২/২৬)


পেশোয়ার জালমি: ১৫৯/৯ (ওভার ২০) (মালিক ৪৮, আকমল ৩৬, পাওয়েল ২৩, তাহির ৩/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball