শ্রীলঙ্কার বাজে ব্যাটিং, সহজ জয়ে সিরিজ ইংল্যান্ডের

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিজেদের বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে শ্রীলঙ্কা। ব্যাটসম্যানরা বড় পুঁজি এনে দিতে না পারায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে হারলো কুশল পেরেরার দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইয়ন মরগানের দল। প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড।
জয়ের জন্য ১১২ রানের লক্ষ্যে খেলতে নামলেও পরবর্তীতে বৃষ্টির কারণে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১০৩ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি ইংল্যান্ড। গেল ম্যাচে জেসন রয়ের সঙ্গে জস বাটলার ওপেন করলেও এদিন তাঁর সঙ্গী ছিলেন জনি বেয়ারস্টো।
টি-টোয়েন্টি ব্লাস্টে ব্যাট হাতে দারুণ সময় পার করলেও লঙ্কানদের বিপক্ষে জ্বলে ওঠতে পারেনি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ১২ বলে অপরাজিত ১৩ রান করা বেয়ারস্টো এতিন ফিরেছেন শূন্য রানে। থিতু হতে পারেননি ডেভিড মালানও।

দুশমন্থ চামিরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। ইসুরু উদানার বলে ফেরার আগে অধিনায়ক মরগান করেছেন ৯ বলে ১১ রান। আর রয় ফেরেন ১৭ রান করে।
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২ ঘন্টা আগে
ছোট লক্ষ্য তাড়া করতে নামলেও ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে ইংলিশদের টেনে তোলেন স্যাম বিলিংস ও লিয়াম লিভিংস্টোন। এই দুজনের জুটি থেকে আসে ৫৪ রান। ২৯ বলে ২৪ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে বিলিংস ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।
শেষ দিকে লিভিংস্টোন ও স্যাম কারান মিলে ১১ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন। লিভিংস্টোন ২৬ বলে ২৯ ও কারান অপরাজিত ছিলেন ৮ বলে ১৬ রান করে। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা দুটি আর একটি করে উইকেট নিয়েছেন চামিরা, উদানা ও বিনুরা ফার্নান্দো।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রানে তুলেছিল শ্রীলঙ্কা। যেখানে লঙ্কান ব্যাটসম্যানরা পুরো ম্যাচ জুড়ে মোটে ছয়টি বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরেছেন। দলটির হয়ে কুশল মেন্ডিস ৩৯, পেরেরা ২১ ও উনাদা করেছেন অপরাজিত ১৯ রান। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও আদিল রশিদ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১১১/৭ (ওভার ২০) (মেন্ডিস ৩৯, পেরেরা ২১, উদানা ১৯*, উড ২/১৮, রশিদ ২/২৪)
ইংল্যান্ড: ১০৮/৫ (ওভার ১৬.১) (লিভিংস্টোন ২৯*, বিলিংস ২৪, রয় ১৭, হাসারাঙ্গা ২/২০)