শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
পেশির চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন জস বাটলার। প্রথম টি-টোয়েন্টিতে খেলার সময় চোটে পড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই চোটে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তাঁর।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বাটলার। ম্যাচ শেষ হওয়ার কিছুটা অস্বস্তিতে ভোগেন দলটির সহ-অধিনায়ক। যার ফলে বৃহস্পতিবার সকালে তাঁর এমআরআই স্ক্যান করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিকেল বিভাগ।

বাসায় থেকেই পূনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে। ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হয়নি বাটলারের। তাঁর অনুপস্থিতিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেসন রয়ের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করেন জনি বেয়ারস্টো।
বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
৮ ফেব্রুয়ারি ২৫
বাটলারের বদলি হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ডেভিড মালান। এদিকে লঙ্কানদের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যেতে পারে স্যাম বিলিংস কিংবা বেয়ারস্টোকে। গেল গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সময় পার করেছেন তিনি।
যেখানে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখাও পেয়েছিলেন। যে কারণে বাটলারের অনুপস্থিতিতে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। সেই সঙ্গে উইকেটরক্ষক হিসেবেও দেখা যেতে পারে তাঁকে।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে এই দুদল।