৩৬ বছর বয়সেও পাকিস্তান দলে ফিরতে মরিয়া সোহেল তানভীর

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ‘প্রত্যাশিত’ হার
৪ ঘন্টা আগে
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন সোহেল তানভীর। আর ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ চার বছরে পাকিস্তানের হয়ে কোন ম্যাচ খেলা হয়নি ৩৬ বছর বয়সি এই পেসারের।
এমনকি এই সময়টার মাঝে পাকিস্তানের প্রাথমিক কিংবা চূড়ান্ত দলেও ডাক পাননি তানভীর। তবে গেল কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিতই খেলছেন তিনি। বয়স ৩৬ পেরিয়ে গেলেও এখনও পাকিস্তানের হয়ে খেলতে মরিয়া বাঁহাতি এই পেসার।

পিএসএলের এবারের আসরে শিরোপা জয়ী মুলতান সুলতানসের হয়ে খেলেছেন তানভীর। তবে বল হাতে খুব বেশি ভালো করতে পারেননি তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে ৮ ম্যাচ খেলা অভিজ্ঞ এই পেসার নিয়েছেন মাত্র ৫টি উইকেট।
বল হাতে ভালো সময় পার করতে না পারলেও মুলতানের হয়ে শিরোপা জেতার পর পাকিস্তান জাতীয় দলের হয়ে ফেরার আশা ব্যক্ত করেছেন তানভীর। সেই সঙ্গে বল হাতে পারফর্ম করতে না পারলেও নিজেদের ফর্ম ও ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি।
এ প্রসঙ্গে তানভীর বলেন, ‘আমার ফর্ম আর ফিটনেস কোন অবস্থায় রয়েছে সেটা পিএসএলের সময় সবাই দেখেছে। দলকে শিরোপা জিততে আমরা দারুণভাবে প্রত্যাবর্তন করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার কাজ হলো কঠোর পরিশ্রম করা এবং পারফরম্যান্সে উন্নতি করা। আমি কোন বিভাগেই পিছিয়ে নেই। তারা আমাকে কখন সুযোগ দিতে চান সেটা একেবারেই নির্বাচকদের ওপর।’