promotional_ad

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচ রেফারি করোনা আক্রান্ত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

১ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

করোনা হানা দিয়েছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে। যদিও দুই দলের কোন ক্রিকেটার আক্রান্ত হননি। ওয়ানডে সিরিজ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ফিল হুইটিকেস। ফলে বাধ্য হয়ে ওয়ানডে সিরিজের আগে ম্যাচ অফিসিয়ালে বদল আনতে হচ্ছে তাঁদের।


যদিও ফিলের করোনা আক্রান্ত হওয়া ওয়ানডে সিরিজে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে তাঁরা জানিয়েছে, সূচি অনুযায়ী মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।


promotional_ad

দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ফিল। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় ৫০ ওভারের ক্রিকেট মাঠে গড়ানোর আগে ফিলের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ আসেন তিনি। 


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

যদিও ফিলের মাঝে করোনার তেমন কোন উপসর্গ নেই। তবে করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে আপাতত ১০ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  এ ছাড়া তাঁর সংস্পর্শে থাকায় ম্যাচ অফিসিয়ালস ও দুর্নীতি দমন ইউনিটের আরও সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


সেখানে প্রথম ওয়ানডের পাঁচ অফিসিয়ালসও ছিলেন। যে কারণে বাধ্য হয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের অফিসিয়ালসে বদল আনতে হচ্ছে। এদিকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। 


ব্যাটিং ব্যর্থতার কারণে ইংলিশদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ফলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হতে হয়েছে কুশল পেরেরার দলকে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball