ইংল্যান্ড সফর শেষ আভিস্কার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
ইনজুরিতে পড়ায় ইংল্যান্ড সফর শেষ আভিস্কা ফার্নান্দোর। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন উরুর মাংসপেশির চোটে পড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ডান উরুতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে।
ফলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন আভিস্কা। এক বিবৃতিতে আভিস্কার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন আভিস্কা। তবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হয়নি তাঁর। মূলত দ্বিতীয় ম্যাচ খেলাকালীন উরুর চোটে পড়েছিলেন আভিস্কা।
তাতেই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও সুবিধা করতে পারেননি আভিস্কা। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরেছেন ৬ রানে।
ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া ছিলেন না আভিস্কা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরেও। মূলত এসএলসির নতুন নিয়ম অনুযায়ী ফিটনেসে ব্যর্থ হওয়ায় এই দুই সফরের দলে জায়গা পাননি তিনি।
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। আগামী ২৯ জুন থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।