ইউনিসের জায়গায় ইউসুফকে চান মুস্তাক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ‘প্রত্যাশিত’ হার
৩ ঘন্টা আগে
কদিন আগেই পাকিস্তান দলের ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন ইউনিস খান। ফলে বাবর আজমদের ব্যাটিং কোচের পদটি ফাঁকাই পড়ে রয়েছে।
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক মনে করেন এই পদের যোগ্য এখন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের এই সাবেক ব্যাটসম্যান এখন দেশটির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সংবাদমাধ্যেমের সঙ্গে আলাপকালে সাকলাইন বলেন, 'অতীতে কি হয়েছে সেটা আমাদের ভুলে যেতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। ইউসুফ বিশ্বমানের ক্রিকেটার ছিলেন এবং ব্যাটিং কোচ হিসেবেও বেশ সফল।'
পাকিস্তান দলের দক্ষিণ আফ্রিকা সফরে পেসার হাসান আলীকে 'আইস বাথ' নেয়ার জন্য বলেছিলেন। তবে হাসান 'আইস বাথ' নিতে অস্বীকার করায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অনেকেই ধারণা করছেন ইউনিসের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার পেছনে এটাই প্রধান কারণ।
যদিও ইউনিস তাঁর পদত্যাগের কারণ ভিন্ন বলে দাবি করেছেন। সাকলাইন নিজেও বুঝতে পারছেন না ইউনিস কেন পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, 'আমরা ক্যাম্পে ব্যস্ত রয়েছি। আমরা জানি না সে কেন পদত্যাগ করেছে।'