promotional_ad

দলের প্রয়োজনে যে কোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত মাকসুদ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ ওয়ানডে এবং সমান সংখ্যা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এই সিরিজের জন্য পাকিস্তান দলে প্রায় ৫ বছর ফিরেছেন শোয়েব মাকসুদ। ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন দলের হয়ে যে কোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি।


সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগটা স্বপ্নের মতো কেটেছে মাকসুদের। ১২ ম্যাচে ৪৭.৫৬ গড়ে করেছেন ৪২৮ রান। এই ধরণের ব্যাটিংয়ের ফলে তাকে পিএসএলের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান বিবেচিত করা হয়েছে। এ ছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়ও তিনি।


promotional_ad

মূলত ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনে ব্যাট করে অভ্যস্ত ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। কিন্তু পাকিস্তান দলে এই পজিশনে ব্যাট করে থাকেন বাবর আজম। সেক্ষেত্রে একাদমে সুযোগ পেলে কই খেলবেন, এমন প্রশ্নে জবাবে দেশের জন্য যে কোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত বলে জানিয়েছেন মাকসুদ।


তিনি বলেন, 'আমি পিএসএলের আবু ধাবি অংশে তিন নম্বরে খেলেছি, তবে একই ইভেন্টে আমি পাঁচ নম্বরেও ব্যাট করেছি। আপনি যদি আমার ঘরোয়া ক্যারিয়ারের দিকে খেয়াল করেন তবে আমি বিভিন্ন ব্যাটিং পজিশনে প্রচুর রান করেছি, তাই আমি আমার দলের জন্য যে কোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত।'


তিনি আরো বলেন, 'আমার ওপর কোন চাপ নেই। আমি জানি আমি যদি এখান থেকে হারিয়ে যাই তবে পৃথিবীর কোনকিছুই আমার জন্য থেমে থাকবে না। সুতরাং আমি একটি নির্ভীক ক্রিকেট খেলব। আমি মনে মনে পরিষ্কার। আমার হারানোর মতো কিছুই নেই।'


মাকসুদ সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে। ইংল্যান্ডে এটাই তার প্রথম সফর হলেও সেখানকার কন্ডিশন তার জন্য খুব এটা কঠিন হবে না বলে বিশ্বাস তার। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাদের বিপক্ষে ভালো খেলতে মরিয়া পাকিস্তান এমনটাও জানিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে মাকসুদ বলেন, 'হ্যাঁ আমি প্রথমবার ইংল্যান্ডে খেলছি, তবে জাতীয় দল গত কয়েক বছর ধরে ইংল্যান্ড সফর করছে। তাই আমার বিশ্বাস আমাদের পক্ষে সিরিজটা এতটাও কঠিন হবে না। ইংলিশ কন্ডিশন সবসময় সাদা বলের ক্রিকেটের জন্য ভালো। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমরা ভাল ক্রিকেট খেলব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball