লর্ডস থেকে এজবাস্টন, দর্শক থাকবে কানায় কানায় পূর্ণ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনামহামারীর মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছিল ইংল্যান্ড। যদিও সেই সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। এরপরের একাধিক সিরিজেও দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট খেলেছিল ইংল্যান্ড।
এ বছর অবশ্য সব বাঁধা পেছনে ফেলে গত মাসে সরকারের বিধিনিষেধ মেনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের এজবাস্টন টেস্টে প্রথমবারের মতো ধারণক্ষমতার ২০-২৫ শতাংশ দর্শক মাঠে ফিরিয়েছিল ইংল্যান্ড। এবার তারা মাঠে ফেরাতে যাচ্ছে শতভাগ দর্শক।

প্রায় ২ বছর পর নিজেদের ঘরের মাঠে পূর্ণ গ্যালারির সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে খেলবে ইয়ন মরগানের দল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে লর্ডসে। সেখানে দর্শকে পরিপূর্ণ গ্যালারি রাখা অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার।
যুক্তরাজ্য সরকার আরও আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চাইছে ১৯ জুলাইয়ের ভেতর করোনাভাইরাসের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে। এরই অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ফেরানো হচ্ছে।
লর্ডসের পাশাপাশি সিরিজের তৃতীয় ওয়ানডের ভেন্যু এজবাস্টনেও থাকবে দর্শক। তবে বিক্রি করা হবে মাঠের ধারণক্ষমতার ৮০ শতাংশ টিকিট। যদিও টিকিট কিনতে হলে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে দর্শকদের।
যাদের বয়স ১১ বছরের বেশি, করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন এবং গত ছয় মাসের মধ্যে পিসিআর টেস্টে স্বাভাবিক ইমিউনিটির সার্টিফিকেট রয়েছে- তারাই মাঠে বসে খেলা দেখতে পারবেন। গ্যালারিতে সামাজিক দূরত্ব মেনে বসতে হবে না। তবে মাস্ক পরতে উৎসাহিত করা হবে।