'প্রশ্নবিদ্ধ নির্বাচনে' দল থেকে বাদ পড়ায় হতাশ ওয়াহাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
২০২০ সালের নভেম্বরে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওয়াহাব রিয়াজ। সেই বছরের ডিসেম্বরে খেলেছেন সর্বশেষ টি-টোয়েন্টি। এরপর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেললেও সুযোগ মেলেনি তাঁর।
এমনকি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের স্কোয়াডেও জায়গা পাননি বাঁহাতি এই পেসার। দলে জায়গা না পেয়ে হতাশ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে ওয়াহাব জানিয়েছেন, তিনি এখনও তরুণ এবং আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান।
এ প্রসঙ্গে ওয়াহাব বলেন, 'নির্বাচক কমিটি যেভাবে নির্বাচন করছে সেটা প্রশ্নবিদ্ধ। কিন্তু আমি মনে করি যারা পারফর্ম করবে তাদের নির্বাচিত হওয়া উচিত। বাদ (আমাকে) দেয়ার পেছনে তাদের হয়তে ভালো কোন কারণ রয়েছে। কিন্তু ক্রিকেটার হিসেবে আমি হতাশ।'

তিনি আরও বলেন, ' আমি এখনও বেশ তরুণ এবং দেয়ার মতো আমার আরও অনেক কিছুই রয়েছে। আমি আরও ৩-৪ বছর খেলতে চাই। কিন্তু সেটা আমার ফিটনেস ও পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।'
এদিকে বয়স হওয়ার কারণে দলে সুযোগ পাচ্ছেন না শোয়েব মালিক। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন মালিক। যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন তিনি।
পেশোয়ার জালমির হয়ে খেলা মালিককে এখনও সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন ওয়াহাব। সেই সঙ্গে সিনিয়রদের বাদ দেয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেন না বাঁহাতি এই অভিজ্ঞ পেসার।
ওয়াহাব বলেন, 'আমি আসলে জানি না সিনিয়র (ক্রিকেটারদের) সঙ্গে কোথায় সমস্যা। হয়তো তরুণদের তারা যা বলে তাই শুনে। যেখানে তাদের বলাটা অন্য রকম বিষয় এবং তাদের মানিয়ে নাও। '
'দিনশেষে আপনাকে দলের পরিকল্পনা ও সমন্বয়ের দিকে তাকাতে হবে। কিন্তু আমি এখনও মনে করি শোয়েব মালিক অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান এবং সেটা সে পিএসএলে দেখিয়েছে।'