promotional_ad

এবার অলরাউন্ডার হতে চান হাসান

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা হাসান আলি। বোলিংয়ের পাশাপাশি এবার ব্যাটিংয়ের দলের জন্য অবদার রাখতে চান তিনি।


ইনজুরির কারণে গত দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন হাসান। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আবারো দলে ফিরেছেন।


আর এই দুই বছর সময়টাতেই অনুশীলন করে নিজের ব্যাটিং দক্ষতা বাড়িয়ে নিয়েছেন। তাই এখন অলরাউন্ডার হতে চান হাসান।


তিনি বলেন, 'আমি সর্বদা অলরাউন্ডার হতে চেয়েছি তবে আমি বোলিং করতে পারায় খুশি। আমি আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলে অবদান রাখতে চাই।'


promotional_ad

তিনি আরো বলেন, 'ইনজুরির কারণে আমি দু'বছর ক্রিকেট থেকে দূরে থাকাকালীন আমি এনএইচপিসিতে আমার ব্যাটিং বিশেষত হার্ড-হিট করার ক্ষমতা নিয়ে কাজ করেছি।'


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন হাসান। অতীত অভিজ্ঞতা এখানে ভালো হওয়ায় বেশ আত্মবিশ্বাসী তিনি।


হাসান বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট বল সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ড ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থানীয় দল।'


হাসান পাকিস্তানের হয়ে ৫৪ ওয়ানডে খেলে করেছেন ৩১২ রান। আর ৩৬ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ১০৪ রান। ১৩ টেস্টে হাসান করেছেন ২১৯ রান।


তিনি আরো বলেন, 'ইংল্যান্ড আমার কাছে সর্বদা ভাগ্যবান কারণ অতীতে এখানে আমার দুর্দান্ত স্মৃতি রয়েছে। ২০১৭ সালে এই ইংল্যান্ডেই আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম।'


 


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball