এবার অলরাউন্ডার হতে চান হাসান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা হাসান আলি। বোলিংয়ের পাশাপাশি এবার ব্যাটিংয়ের দলের জন্য অবদার রাখতে চান তিনি।
ইনজুরির কারণে গত দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন হাসান। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আবারো দলে ফিরেছেন।
আর এই দুই বছর সময়টাতেই অনুশীলন করে নিজের ব্যাটিং দক্ষতা বাড়িয়ে নিয়েছেন। তাই এখন অলরাউন্ডার হতে চান হাসান।
তিনি বলেন, 'আমি সর্বদা অলরাউন্ডার হতে চেয়েছি তবে আমি বোলিং করতে পারায় খুশি। আমি আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলে অবদান রাখতে চাই।'

তিনি আরো বলেন, 'ইনজুরির কারণে আমি দু'বছর ক্রিকেট থেকে দূরে থাকাকালীন আমি এনএইচপিসিতে আমার ব্যাটিং বিশেষত হার্ড-হিট করার ক্ষমতা নিয়ে কাজ করেছি।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন হাসান। অতীত অভিজ্ঞতা এখানে ভালো হওয়ায় বেশ আত্মবিশ্বাসী তিনি।
হাসান বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট বল সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ড ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থানীয় দল।'
হাসান পাকিস্তানের হয়ে ৫৪ ওয়ানডে খেলে করেছেন ৩১২ রান। আর ৩৬ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ১০৪ রান। ১৩ টেস্টে হাসান করেছেন ২১৯ রান।
তিনি আরো বলেন, 'ইংল্যান্ড আমার কাছে সর্বদা ভাগ্যবান কারণ অতীতে এখানে আমার দুর্দান্ত স্মৃতি রয়েছে। ২০১৭ সালে এই ইংল্যান্ডেই আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম।'