পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাবর-রিজওয়ানদের সঙ্গী হাসান আলী

ছবি: সংগ্রহীত

||ডেস্ক রিপোর্ট||
চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ‘প্রত্যাশিত’ হার
৩ ঘন্টা আগে
আগামী এক বছরের জন্য জাতীয় দলের ২০ ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দফায় কপাল পুড়েছে তিন সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক ও ইমাদ ওয়াসিমের। তবে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বোর্ডের ‘এ’ ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হয়েছেন হাসান আলী ও মোহাম্মদ রিজওয়ান।
গত বছর চোটের কারণে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না হাসান আলী। তবে চোট কাটিয়ে সাম্প্রতিক সিরিজগুলো ভালো পারফর্ম করে বোর্ড কর্তাদের আস্থা অর্জন করেন তিনি। আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করায় ইমার্জি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন শাহনওয়াজ দাহানি।
এদিকে গেল বছর ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিজওয়ান। সে কারণেই পিসিবির ‘এ’ক্যাটাগরিতে জায়গা করে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই সঙ্গে মাঠে নিজেদের পারফর্ম ধরে রেখে চুক্তিতে আছেন ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, মোহাম্মদ নওয়াজ ও নাওমান আলী।
গত বছর ইর্মার্জিং ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ ছিলেন হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। তবে এবার মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করায় ‘সি’ ক্যাটাগরিতে উন্নিত হয়েছেন তারা দুজনই। এই দফায় ইমার্জিং ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ইমরান বাট, দাহানি ও উসমান কাদির।

অন্যদিকে কেন্দ্রীয় চুক্তিতে স্থান না পাওয়া ক্রিকেটারদের তালিকাও বেশ লম্বা। এই দফায় বাদ পড়েছেন হায়দার আলী, হারিস সোহেল, ইফতেখার আহমেদ, শান মাসুদ, উসমান শিনওয়ারি ও নাসিম শাহ’র মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ সিরিজ শেষ ওয়াসিমের, বদলি আব্বাস আফ্রিদি
১৭ ঘন্টা আগে
মূলত‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ইমার্জিং’এই চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে পিসিবি। যার মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে চারজন, বি ক্যাটাগরিতে ছয়জন, সি ক্যাটাগরিতে সাতজন ও ইমার্জিং ক্যাটাগরিতে তিনজন ক্রিকেটার রেখেছে পিসিবি। শুধুমাত্র এ ক্যাটাগরি বাদে অন্য কাটাগরিতে ম্যাচ ফি ২৫ শতাংশ বাড়ানো হয়েছে।
ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘মানসম্মত ক্রিকেটারদের এতবড় অংশ থেকে কোয়ালিটি সম্পন্ন ২০ জন খেলোয়াড় নির্বাচন করা সবসময় একটি বড় চ্যালেঞ্জ। ক্রিকেটার নির্বাচন করতে সম্মত মানদণ্ডের বিপরীতে প্যানেলের সদস্যরা যে শ্রম দিয়েছেন সে কারণে আমি তাদের ধন্যবাদ দিতে চাই।’
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:
‘এ’ ক্যাটাগরি: বাবর আজম, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি।
‘বি’ ক্যাটাগরি: আজহার আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, ফায়াদ আলম, শাদাব খান ও ইয়াসির শাহ।
‘সি’ ক্যাটাগরি: আবিদ আলী, ইমাম উল হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নাওমান আলী ও সরফরাজ আহমেদ।
ইমার্জিং ক্যাটাগরি: ইমরান বাট, শাহনওয়াজ দাহানি ও উসমান কাদির।