promotional_ad

এগিয়ে থাকলেও জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছি না: তাসকিন

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে জিম্বাবুয়েতে। কাগজে-কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ জানালেন, জয়ের হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না তারা। নিজেদের সেরাটা দিয়েই টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয় করাই লক্ষ্য তাদের।


এর আগে সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে খেলেছিল বাংলদেশ। যদিও সেই সিরিজের স্মৃতি অতোটা সুখকর নয়। দুই টেস্টের একটিতে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও হেরেছিল ২-১ ব্যবধানে আর টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। তাই এবারের সিরিজটি কঠিন হবে বাংলাদেশের জন্য।


promotional_ad

কেননা জিম্বাবুয়ের দল আগের বারের থেকে অনেক শক্তিশালী। একই সঙ্গে নিজেদের মাটিতে খেলবে তারা। বিরুদ্ধ কন্ডিশন বাংলাদেশকে ভোগাতে পারে। তা অজানা নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের। তাসকিন তাই জানালেন নিজেদের সেরাটা দিয়েই সিরিজ জয় লক্ষ্য তাদের।


তিনি বলেন, 'আমরা পুরো সিরিজটাই খেলতে এসেছি। এখনো আমাদের সাধারণ খেলাটাই ভালোমতন করতে হবে। সামনে আমাদের টেস্ট ক্রিকেট, এরপর ওডিআই, এরপর টি-টোয়েন্টি... একেকটা ফরম্যাটে একেকরকম, নিজেদেরকে ওভাবেই তৈরি করতে হবে। কিন্তু এখন শুধু টেস্ট ক্রিকেটেই মনোনিবেশ করছি। টেস্ট ক্রিকেটে ধৈর্য এবং স্কিল ওয়াইজ সবকিছু নিয়ে কাজ করছি।'


তিনি আরো বলেন, 'তো আল্লাহ্‌র রহমতে ভালো হচ্ছে, ভালো কিছু হবে। হালকাভাবে নেয়ার কিছু নাই। যদিও জিম্বাবুয়ের সাথে এখনও পর্যন্ত বেশিরভাগ ম্যাচ আমরাই জিতেছি। প্রত্যেকটা ম্যাচই নতুন করে শুরু হয়, প্রত্যেকটা দিনই নতুন। প্রত্যেকবারই নতুনভাবে বল করতে হয়, ব্যাটিং করতে হয়। সহজ হবে না। বাট আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেললে এবারও ইনশাআল্লাহ সিরিজ জয় করব।'


আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball