promotional_ad

সাকিবের ব্যাটে রান, তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রানবন্যার ম্যাচে আফিফ-সাইফের সেঞ্চুরি মিস, ধানমন্ডির জয়

৭ মার্চ ২৫
ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। 


যদিও এদিন বাংলাদেশের ৮ জন ব্যাটসম্যান ব্যাট করেছেন। তবে প্রথম দিন মাত্র দুটি উইকেট নিতে পেরেছেন জিম্বাবুয়ের বোলাররা। যেখানে বাংলাদেশের চার ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। সফরকারীদের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। 


জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। দলীয় মাত্র ১৬ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ৩০ বল মোকাবেলা করলেও কোন রান করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। 


লুক জঙ্গের বলে জয়লর্ড গুম্বির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান। এরপর তিনে নামা শান্তকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়েন সাইফ। এই দুজনের কল্যাণে প্রথম সেশনে আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ। যেখানে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৯৩ রান।


promotional_ad

মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন সাইফ। এরপর ১০৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। ইনিংসটি খেলতে ১৩টি চার ও একটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ওপেনার।


সাইফ বিদায় নেয়ার পর হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। ১০৭ বলে ৫২ রানের ইনিংস খেলা শান্তও স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। সাতটি চার ও দুটি ছক্কায় হাফ সেঞ্চুরি করেন শান্ত। চারে নামা মুমিনুল হক থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেননি।


৭৭ বলে ২৯ রান করে ব্রাইটন চিপুংয়ের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক। এদিকে পাঁচে নামা সাকিবও এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।  নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই ব্যাট হাতে রান পাচ্ছিলেন না তিনি।


চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেলেও এরপর থেকে রান পাচ্ছিলেন না তিনি। অবশেষে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ব্যাটে রান পেয়েছেন সাকিব। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলতে নেমে চিপুংয়ের বলে চার মেরে ৪৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


হাফ সেঞ্চুরি ‍তুলে নেয়ার পর খানিকটা আক্রমণাত্বক ব্যাটিং করেন সাকিব। হাফ সেঞ্চুরির পরের ৭ বলে ২৪ রানে করেছেন তিনি। ৫৬ বলে ৭৪ রানের ইনিংস খেলার দিনে বেশিরভাগ রানই করেছেন বাউন্ডারি থেকে। ইনিংসটি খেলতে ১৪টি চার ও একটি ছক্কা মেরেছেন সাকিব। 


এরপর সাইফ ও শান্তর মতো স্বেচ্ছায় মাঠ ছাড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডার। শেষ বিকেলে বাংলাদেশকে আর কোন উইকেট হারাতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। যদিও প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৭ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন লিটন।


তাঁকে সঙ্গ দেয়া মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন ৪০ রানে। শেষ বিকেলে খেলতে নামা মেহেদি মিরাজ অপরাজিত ৫ রানে। জিম্বাবুয়ে একাদশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জঙ্গে ব্রাইটন। 


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ৩১৩/২ (ওভার ৯০) (সাইফ ৬৫ (রিটায়ার্ড আউট), শান্ত ৫২ (রিটায়ার্ড আউট), মুমিনুল ২৯, সাকিব ৭৪ (রিটায়ার্ড আউট), লিটন ৩৭ (রিটায়ার্ড আউট), মাহমুদউল্লাহ ৪০*,  জঙ্গে ১/২১, ব্রাইটন ১/৩৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball