promotional_ad

চার সিনিয়র থাকায় অনুপ্রেরণা পাবেন সাইফরা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রানবন্যার ম্যাচে আফিফ-সাইফের সেঞ্চুরি মিস, ধানমন্ডির জয়

৭ মার্চ ২৫
ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়মিতই একসঙ্গে খেলতে দেখা যায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে দীর্ঘদিন ধরেই তাঁদের চারজনকে টেস্ট একসঙ্গে দেখা যায় না। নিষেধাজ্ঞার কারণে সাকিব না থাকায় টেস্ট নিয়মিত খেলেছেন বাকি তিন সিনিয়র ক্রিকেটার। চলতি বছরের শুরুতে সাকিব টেস্ট দলে ফিরলে ততদিন স্কোয়াড থেকে জায়গা হারান মাহমুদউল্লাহ।


যে কারণে তাঁদের চারজনকে একসঙ্গে টেস্ট দলে পাওয়া খানিকটা কঠিন হয়ে পড়েছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন সাকিব ও মাহমুদউল্লাহ। ইনজুরি বাঁধা হয়ে না দাঁড়ালে তাঁদের চারজনকেই দেখা যেতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে। যা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলে মনে করেন সাইফ হাসান।


promotional_ad

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে এক ভিডিও বার্তায় সাইফ বলেন, ‘জাতীয় দলে যোগ দেয়ার পর সিনিয়র খেলোয়াড় সবাইকে পাইনি। এবার প্রথম সবাইকে পাচ্ছি। রিয়াদ ভাই, সাকিব ভাই, মুশি ভাই, তামিম ভাই সবাই আছে। তো এটা আমাদের জন্য খুব সহায়ক হবে। আমরা তরুণ যারা আছি তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি এ জিনিসটা আরও ভাল যাবে আমাদের জন্য।’


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে ব্যাটিং প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে খেলতে নেমে প্রথমদিন মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ। 


এদিন বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান, সাইফ ও নাজমুল হোসেন শান্ত। যেখানে ৫৬ বলে সাকিব ৭৪, সাইফ ৬৫ ও ৫২ রান করেছেন শান্ত। তাঁরা তিনজনই সতীর্থদের ব্যাট করার সুযোগ দিতে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি নিয়ে খুশি সাইফ। তিনি মনে করেন, এটি মূল ম্যাচে কাজে দেবে।


সাইফ বলেন, ‘প্রস্তুতি ম্যাচ সবসময়ই আমরা আমাদের আত্মবিশ্বাসের জন্য খেলি। উইকেট প্রথম ৮-১০ ওভারে পেসারদের জন্য কিছুটা সহায়ক ছিল। এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। সবমিলিয়ে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আশা করি মূল ম্যাচে এটা আমাদে কাজে আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball