আফ্রিদি-গিবস-দিলশানরা খেলবেন কাশ্মীর প্রিমিয়ার লিগে

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন
২০ মার্চ ২৫
সময়ের পরিক্রমায় জনপ্রিয় বাড়তে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিত্তিক ক্রিকেটের। এবার সেই তালিকায় যোগ হচ্ছে কাশ্মীরের নাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধীনে আগামী ৪ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট।
টুর্নামেন্ট শুরুর আগে শনিবার (৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে কেপিএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পেয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও ইংল্যান্ডের মন্টি পানেশার-ম্যাট প্রিয়ররা
১০ দিনের এই টুর্নামেন্টে খেলবে মোট ৬টি দল। দলগুলো হলো, রাওয়ালকোট হকস, বাঘ স্ট্যালিয়েন্স, মুজাফফরাবাদ টাইগার্স, মিরপুর রয়্যালস, কোটলিউ প্যান্থার্স এবং ওভারসিস ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হলেও এবারের আসরে খুব বেশি বিদেশিদের আধিক্য দেখা যাবে না।
উদ্বোধনী আসরে বিদেশি বলতে কেবলই পাকিস্তানের ক্রিকেটার। এবারের আসরে বিশ্বের তারকা ক্রিকেটারদের দেখা না গেলেও দ্বিতীয় আসরে দেখা যাবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কতৃপক্ষ। প্রতিটি দলে অন্তত ৫ জন করে কাশ্মীরের ক্রিকেটার খেলবে।

ড্রাফট শেষে ৬ দলের চূড়ান্ত স্কোয়াড:
মিরপুর রয়্যালস: শোয়েব মালিক (আইকন), ওয়াইজ শাহ, শারজিল খান, খুশদিল শাহ, মোহাম্মদ ইরফান, সালমান ইরশাদ, আমাদ বাট, মুখতার আহমেদ, আবরার আহমেদ, মুহাম্মদ আখলাক, শাদাব মাজিদ, দানায়াল আল্লাহ দিতা, মুহাম্মদ তোহা, ইবতেসাম উল হক এবং আমাদ আলম।
রাওয়ালকোট হকস: শহীদ আফ্রিদি (আইকন), ম্যাট প্রিয়র, মোহাম্মদ হাসনাইন, হুসাইন তালাত, আহমেদ শেহজাদ, দানিশ আজিজ, ওয়াকাস মাকসুদ, জাফর গহর, বিসমিল্লাহ খান, ইমরান রানহাওয়া, কাশির আলি, ফয়সাল আলতাফ, জামান খান, সামিউল্লাহ আফ্রিদি, শহীদ ইলিয়াস।
ওভারসিস ওয়ারিয়র্স: ইমাদ ওয়াসিম (আইকন), হার্শেল গিবস, হায়দার আলি, আজম খান, সোহেল খান, মোহাম্মদ মুসা, হারিস সোহেল, কাশিম আকরাম, হামাদ আজম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, রশিদ নাসের, উথমান আলি খান, নাভেদ আহমেদ, ওয়ালিদ আহমেদ এবং রাজা উল মুস্তফা।
মুজাফফরাবাদ টাইগার্স: মোহাম্মদ হাফিজ (আইকন), তিলকারত্মে দিলশান, সোহেল তানভীর, শোয়েব মাকসুদ, মোহাম্মদ ওয়াসিম, আরশাদ ইকবাল, জিসান আশরাফ, সোহেল আখতার, উসামা মীর, আনোয়ার আলি, আরসালান আরিফ, তাহির হুসাইন, ইনজামাম উল হক, উসমান আরশাদ এবং তাইমুর সুলতান।
কোটলি লায়ন্স: ফখর জামান (আইকন), মন্টি পানেসার, কামরান আকমল, আসিফ আলি, উসমান কাদির, ইমরান খান, আকিফ জাভেদ, খালিদ উসমান, ইরফানুল্লাহ শাহ, জুনায়েদ আলি, আব্দুল্লাহ সায়েদ, সৈয়দ হাশিম আলি, হাসান রাজা, ইয়াসির জান এবং আবদুল রেহমান।
বাঘ স্ট্যালিয়েন্স: শাদাব খান (আইকন), ফিল মাস্টার্ড, শান মাসুদ, ইফতেখার আহমেদ, উমাইদ আসিফ, রোহেল নাজির, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইমরান, জিসান মালিক, উসমান মুঘল, জিসান জামির, ফারজান শফিক, সাফয়ান মুকিম, মুহাম্মদ জুনায়েদ এবং আমির সোহেল।