promotional_ad

হেরাথের মানসিক সমর্থনে খুশি মিরাজ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি ড্যানিয়েল ভেটরির বদলি হিসেবে রঙ্গনা হেরাথকে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার কিংবদন্তি এই স্পিনার মানসিকভাবে বেশ শক্তিশালী বলে দাবি করেছেন মেহেদি হাসান মিরাজ। সেই সঙ্গে তাঁর কাছে থেকে মানসিক সমর্থন পাওয়া খুশি মিরাজ। 


জিম্বাবুয়ে সফরের আগে হেরাথকে নিয়োগ দেয় বিসিবি। এরপর হারারেতে পৌঁছে ইতোমধ্যে বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ শুরু করেছেন হেরাথ। সেই সঙ্গে তরুণদের সঙ্গে নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন তিনি। 


promotional_ad

এ ছাড়া স্পিনারদের কৌশলগত দিক নিয়েও কাজ করছেন শ্রীলঙ্কার সাবেক এই বাঁহাতি স্পিনার। তাতে মিরাজ বিশ্বাস করেন যে, হেরাথ স্পিনারদের যে কৌশলগুলো দেখাচ্ছে সেগুলো কাজে লাগাতে পারলে তাঁদের জন্য উপকার হবে। 


এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমাদের নতুন যে স্পিন কোচ আছে, সে অবশ্যই আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে। অবশ্যই তিনি অনেক সফল বোলার। আমাদের সঙ্গে তিন চার দিন কাজ করেছে। আমাদের সঙ্গে কথা বলেছে। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে তিনি কাজ করছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’


তিনি আরও বলেন, ‘আরেকটা জিনিস, তিনি মান??িকভাবে অনেক শক্তিশালী। মানসিক সমর্থনটাও তাঁর কাছ থেকে আমরা পাই। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি যেসব কৌশল আমাদের দেখাচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুব উপকার হবে।’


জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। যেখানে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। ব্যাটসম্যানরা এভাবে খেলতে পারলে টেস্টে অনেক রান করতে বলে বিশ্বাস করেন মিরাজ। 


তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা অনেক ইতিবাচক ক্রিকেট খেলেছে। যা আমাদের টেস্ট ম্যাচে অনেক আত্মবিশ্বাস দেবে। যেভাবে খেলেছে সেভাবে যদি খেলতে পারি তাহলে ব্যাটসম্যানরা ভালো খেলবে। অনেক রান করতে পারবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball