promotional_ad

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই বাটলার-স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোট থেকে অনেকখানি সেরে উঠেছেন বেন স্টোকস। আপাতত ডারহামের হয়ে ভিটালিটি ব্লাস্টে খেলায় ব্যস্ত তিনি। তবে নেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডের জার্সিতে ফেরা হচ্ছে না তার।


স্টোকসকে এখনই জাতীয় দলে ফিরিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড। সামনে অ্যাশেজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় দুটি আসরে পুরোপুরি ফিট এই অলরাউন্ডারকে চাইছে টিম ম্যানেজম্যান্ট। তবে এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন ইয়ন মরগান।


promotional_ad

স্টোকসের মতোই চোটে ভুগছেন জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টি খেলেছিলেন এই উইকেটরক্ষক। ৬৮ রানের ইনিংস খেললেও এরপরই চোটে পড়েন বাটলার। এরপর মিস করেছেন টি-টোয়েন্টি সিরিজ।


নেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও। স্টোকসের মতো বাটলারকে নিয়েও সময় নিচ্ছে ইংল্যান্ড। তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না বিধ্বংসী এই ক্রিকেটার।


মরগান বলেন, 'আমাকে বুঝতে হবে আমি আসলে কি চাচ্ছি? এই মুহূর্তে ওদেরকে প্রয়োজন নাকি সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এটাও মাথায় রাখতে হবে দুজনই ৩ ফরম্যাটের ক্রিকেটার। তাই ওরা অ্যাশেজও খেলবে। তাই আমাকে এই সব কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে কোনটা সঠিক। এই মুহূর্তে এটাই সেরা সিদ্ধান্ত লাগছে।' 


'বাটলার এই মুহূর্তে কেমন অনুভব করছে এটার ওপর নির্ভর করবে সব। স্টোকসের ক্ষেত্রেও একই। আমাদের লক্ষ্য ওদের দ্রুত ফেরানো। কিন্তু তা করতে গিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না। এখনও সুযোগ আছে ওদের নিয়ে। দেখি সামনের দিনগুলোতে কি হয়, সব বদলাতেও পারে' যোগ করেন মরগান।


ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার পাকিস্তানের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল তিনটি টি-টোয়েন্টিও খেলবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball