ভারত সিরিজে ১০১ কোটি টাকা আয় করবে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৩ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। আসন্ন এই সিরিজ দিয়ে বড় অংক আয়ের পথে শ্রীলঙ্কা। যার পরিমাণ ভারতীয় টাকায় প্রায় ৯০ কোটি। বাংলাদেশী টাকায় যা প্রায় ১০১ কোটি টাকা।
ক্রিকেটের বাণিজ্য এখন অনেকটাই ভারত কেন্দ্রিক। ভারতে অনুষ্ঠিত সিরিজগুলোর লভ্যাংশ পায় বিসিসিআই। এবার ভারতকে আতিথ্য দিয়ে অন্য বোর্ডের মোটা অঙ্কের অর্থ কামানোর সুযোগ থাকে।
সেই সুবাদে এবার সীমিত ওভারের দুই সিরিজ থেকে ১০১ কোটি টাকা আয় করতে চলেছে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজে লঙ্কাদ্বীপে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মত ক্রিকেটাররা এ সফরে না থাকলেও শ্রীলঙ্কা কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মার্কিন ডলারের হিসেবে অঙ্কটা ১২ মিলিয়ন।
শুরুতে তিনটি ওয়ানডে খেলার কথা থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অনুরোধে যুক্ত করা হয় তিনটি টি-টোয়েন্টি। তাতে বেড়ে গেছে লাভের পরিমাণও। টি-টোয়েন্টি সিরিজ যোগ করায় বাড়তি কত টাকা লাভ হবে, তা প্রকাশ করে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে এসএলসি।
এসএলসি সভাপতি সাম্মি সিলভা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তিনটি ম্যাচ খেলতে প্রস্তুত ছিলাম। তবে ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে আরো তিনটি ম্যাচ বাড়াতে সমর্থ হয়েছি আমরা। এতে আমাদের অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার লাভ হবে।’
‘খেলার মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা করার যে লক্ষ্য নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, শ্রীলঙ্কা ক্রিকেট তাতে অবদান রাখতে চায়।’
আগামী ১৩, ১৬ ও ১৮ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ জুলাই।