promotional_ad

‘কোচ দ্রাবিড়ে মুগ্ধতা, জয়াবর্ধনেকে নিয়ে আক্ষেপ’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়

১৯ এপ্রিল ২৫
সাঞ্জু স্যামসনকে (ডানে) নিয়ে বিতর্কের জবাব দিলেন রাহুল দ্রাবিড় (বামে), ফাইল ফটো

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মাহেলা জয়াবর্ধনে। যেখানে কোচ হিসেবে দারুণভাবে সফল শ্রীলঙ্কার সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। যদিও এখন পর্যন্ত দেশের হয়ে কোচের দায়িত্ব পালন করা হয়নি। তবে তাঁকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।


যদিও সেটা শ্রীলঙ্কার যুব দলের কোচ হিসেবে। যে কারণে তিনি সেই প্রস্তাব নাকোচ করে দেন মাহেলা। এদিকে ভারত যুব দলের কোচের দায়িত্ব পালন করা রাহুল দ্রাবিড় বর্তমানে প্রধান কোচের দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। কোচ দ্রাবিড়কে দেখে মুগ্ধ অরবিন্দ ডি সিলভা। তবে মাহেলা ‍শ্রীলঙ্কা যুব দলের দায়িত্ব না নেয়ায় হতাশ হয়েছিলেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে ডি সিলভা বলেন, ‘আমি মনে করি যখন তাকে (রাহুল দ্রাবিড়) অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল তখনই আমি ভেবেছিলাম যে ভারত ভালো একটা কাজ করেছে। শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে মাহেলা জয়াবর্ধনেকে অনূর্ধ্ব -১৯ দলের হয়ে কাজ করার জন্য বোঝানোর চেষ্টা করেছে।’


শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যান আরও বলেন, ‘যদি আমি তেমনভাবে সফল হইনি। আমি মনে করি এখানেই ভিত্তি। আপনি যদি অনূর্ধ্ব -১৯ দলের ভিত শক্ত করতে পারেন তাহলে সেখান থেকে সত্যি আগানো সহজ হয়ে যায়। আমি বোধ করি যে আপনি এখানে জ্ঞান প্রসার করতে সক্ষম হবেন।’


কদিন আগে ভারতকে দ্বিতীয় সারির দল বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন যে, ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে খেলাটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য অপমান। তবে ডি সিলভা মনে করছেন, বর্তমান করোনা সময়ে সবাই রোটেশন পদ্ধতি চালু করছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কাউকে দ্বিতীয় সারির দল বলা যায় না।


ডি সিলভা বলেন, ‘আমি মনে করি যেকোন দল আসবে, পরিবর্তন করবে এবং রোমাঞ্চকর ক্রিকেট খেলবে। ভারতকে আপনারা যেভাবে জানেন যে তাদের দারুণ সব প্রতিভা রয়েছে। আপনি কোন পক্ষকে দ্বিতীয় সারির দল বলতে পারবেন না। আপনি যদি বর্তমান খেলোয়াড়দের পরিচালনার বিষয়টি দেখেন তাহলে দেখবেন বিশ্বজুড়ে কিন্তু রোটেশন পলিসিতে চলছে। জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball