পৃথ্বীকে পা মাটিতে রাখার পরামর্শ দিলেন সাবেক ভারতীয় কোচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ১৩ জুলাই সীমিত ওভারের এই সিরিজ শুরুর কথা থাকলেও তা শুরু হবে ১৭ জুলাই। এই সিরিজের দলে আছেন পৃথ্বী শ।
ভারতের এই ওপেনারের ক্যারিয়ার উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আবারও ভারতীয় দলে ফিরেছেন তিনি। বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে ৮২৭ রান করে নির্বাচকদের নজর কেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সেই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে করেছেন তিনশোর উপরে রান। এমন পারফরম্যান্সের পরও পৃথ্বীকে পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ অনশুমান গায়কোয়াড।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
তিনি বলেছেন, 'এই সিরিজটি তার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে দারুণ খেলোয়াড়। সে অনেক রান করেছে। তার শুরুটা ছিল উড়ন্ত। আমরা ভেবেছিলাম সে আসবে এবং ফর্মের তুঙ্গে থাকবে। কিন্তু সেটা হয়নি।'
ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে দারুণ শুরু করেছিলেন পৃথ্বী। তবে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। ফলাফল দল থেকে বাদ। এর কারণ হিসেবে অতি আত্মবিশ্বাসকে দায়ী মনে করেন অনশুমান।
তিনি বলেন, 'কি কারণে তার এমন হলো? এটা আত্মবিশ্বাসের জন্য হতে পারে, এমনকি অতি আত্মবিশ্বাসের জন্যও হতে পারে। এসব কারণে ক্রিকেটারদের পতন হয়। পা মাটিতে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই, আমি সেই এটা কখনও বলা উচিত নয়।'