কুলদীপ-চাহালদের ভাগ্য নির্ধারণ শ্রীলঙ্কা সিরিজে!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
বছর দুয়েক আগে কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহালকে ভারতের স্পিন আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যেত নিয়মিত। এমনকি রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের চেয়েও গুরুত্বপূর্ণ ক্রিকেটার ধরা হতো তাদের। ধারণা করা হচ্ছিলো এই দুজন লম্বা সময় ভারতের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন।
যদিও তারা সেই ভরসা কাজে লাগাতে পারেননি। কুলদীপ ও চাহাল দুজনই নিজেদের ফর্ম হারিয়ে খুঁজছেন। দুজনই ভারতীয় একাদশে জায়গা পেতে এখন কঠিন লড়াই করেন। জাদেজা-অশ্বিনরা নিজেদের ফিরে পেয়েছেন। ফলে দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা।

তবুও এই দুজনকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্পিন আক্রমণে দেখছেন দ্বীপ দাসগুপ্তা। যদিও চাহালের চেয়ে রাহুল চাহারকেই বেশি এগিয়ে রাখছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তবুও চাহালকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
এই মুহূর্তে চূড়ান্ত কিছু না বললেও দাসগুপ্তা মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড কেমন হবে এর অনেকটাই নির্ভর করবে শ্রীলঙ্কা সিরিজের ওপর। তিনি বলেন, 'এই মুহূর্তে কিছু বলে যাচ্ছে না। সত্যি বলতে আমি যুবির চেয়ে রাহুল চাহারকে এগিয়ে রাখবো। এর অনেকটাই নির্ভর করবে শ্রীলঙ্কা সিরিজের ওপর এবং অবশ্যই আইপিএলেও নজর থাকবে।'
কুলদীপ বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা সেটা নিয়েও শঙ্কা দেখছেন দাসগুপ্তা। যদিও বিশ্বকাপের এখনও মাস তিনেক বাকি। এর মধ্যে অনেক কিছুই হতে পারে বলে ধারণা তার। দাসগুপ্তার ভাষ্য, 'যদি কুলদীপের কথা বলেন। সে বছর দেড়েক ধরেই ছন্দে নেই। তাই এখন তাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও আমি জানি না ছয় মাসের মধ্যে কি হয়।'