ভবিষ্যৎ নির্ধারণে বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চান চান্দিমাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা দলে নেই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও ছিলেন তিনি।
এরপর ইংল্যান্ড সফরের দলেও জায়গা হয়নি তার। তাকে তিন ফরম্যাটে সর্বশেষ দেখা গিয়েছিল চলতি বছরের মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর থেকে ব্রাত্যই হয়ে পড়েছেন তিনি।

শ্রীলঙ্কা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বোর্ডের চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভার সঙ্গে বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক।
চান্দিমাল তার চিঠিতে লিখেছেন, 'আমার পারফরম্যান্স পরিসংখ্যান ও আমাদের স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে যা শীর্ষ পর্যায়ে পারফম্যান্স করার উপযুক্ত আমি। আমাকে সুযোগ দেয়া হোক যাতে করে আমি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারি ও শ্রীলঙ্কার ক্রিকেটে ইতিবাচক অবদান রাখতে পারি।'
মিকি আর্থার শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পরই ক্রিকেটারদের ফিটনেসে অনেক গুরুত্ব দিয়েছেন। এমনকি ফিটনেস পরীক্ষায় পাস না করলে জাতীয় দলের দরজাও বন্ধ ক্রিকেটারদের জন্য এমন বার্তাও দিয়েছেন তিনি।
এমন অবস্থায় নিজের ফিটনেস নিয়ে কাজ করে গেছেন চান্দিমাল। তার বিশ্বাস এখন তিনি জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত। তাই নিজের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বোর্ডের সঙ্গে আলোচনা করতে চান তিনি।
এ প্রসঙ্গে চান্দিমাল লিখেন, 'আমি আমার ভবিষ্যৎ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনা করতে চাই এবং এটাই আমার রুটিরুজি। এটা ঠিক করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাই।'