promotional_ad

ইংল্যান্ডকেও হারাতে পারবে ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত, রানাতুঙ্গাকে শেবাগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরত ভারতীয় দলকে 'বি' দল বলেছিলেন অর্জুনা রানাতুঙ্গা। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই ভারতের কাছেই নাকাল শ্রীলঙ্কা। সুযোগ বুঝে এবার তাই মুখ খুললেন বীরেন্দ্র শেবাগ। সাবেক এই ভারতীয় ওপেনার জানালেন, এই দল ইংল্যান্ডকেও হারানোর ক্ষমতা রাখে, তাই এটা বি দল নয়।


বিরাট কোহলি-রোহিত শর্মারা টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন। এমন অবস্থায় শ্রীলঙ্কা সিরিজও মাঠে গড়াতে হতো। তাই রঙিন পোশাকে ভিন্ন দল গঠন করে শ্রীলঙ্কা সফরে পাঠিয়েছে বিসিসিআই।


স্বাভাবিক সময় হলে হয়তো কোহলিরাই শ্রীলঙ্কা সফরে করে যেতে পারতেন। কিন্তু করোনাভাইরাস মহামারীর এই সময়ে নানান নিয়মের জটিলতায় সেটি সম্ভব হয়নি। তাই তাই শিখর ধাওয়ানের অধীনে তরুণ এক দলকে শ্রীলঙ্কায় পাঠানো হয়।


promotional_ad

দলটিতে আরও আছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহালদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। এ দেখেই এই দলটিকে সরাসরি ভারতের ‘বি’ দল বলে বসেন রানাতুঙ্গা। তার সেই মন্তব্যকে অযাচিত বলেছেন শেবাগ।


শেবাগ বলেন, ‘রানাতুঙ্গা কটু কথা বলেছে। উনি এটিকে ভারতের বি দল ভাবতেই পারেন কিন্তু ভারতীয় ক্রিকেটের এমন শক্তি আছে তারা যেকোনো দল গঠন করতে পারে যেটা মোটেও বি দল হবে না।'


'উনি যেটিকে বি দল বলছে, এই দল ইংল্যান্ডকেও ম্যাচ হারাতে পারবে। শ্রীলঙ্কা ক্রিকেটের বরং ভারতকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা সফরটি করছে, এতে শ্রীলঙ্কা আর্থিকভাবেও লাভবান হয়েছে।'


শেবাগের মতে ক্রিকেটারের মতে আইপিএলের মাধ্যমে ভারত যে তরুণ শক্তি পেয়েছে সেটিই এখন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি এটিকে মোটেও বি দল মনে করি না। এটি হলো আইপিএলের সুফল। আমাদের হাতে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে কিন্তু একটি দলে তো সবাইকে জায়গা দিতে পারি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball