ভারতের 'বি' দলই পাকিস্তানকে হারিয়ে দেবে!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়েছে বাবর আজমের দল। অন্যদিকে দলের সেরা ক্রিকেটারদের বাদ দিয়ে দল গড়েও দারুণ খেলছে ভারত। বিরাট কোহলি কিংবা জাসপ্রিত বুমরাহদের মতো ক্রিকেটারদের ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তারা।
যে দলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন শিখর ধাওয়ান। আর কোচ হিসেবে দায়িত্ব পেয়েছে রাহুল দ্রাবিড়। ভারতের এই দলটির পারফরম্যান্স মুগ্ধ গয়ে পাকিস্তানের সাবেক স্পিনার দিনেশ কানেরিয়া তো মন্তব্য করেই ফেললেন ভারত 'বি' দল নিয়েই পাকিস্তানকে হারিয়ে দেবে।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘যেভাবে ভারতীয় দল পারফর্ম করেছে, যেভাবে রাহুল দ্রাবিড় সবার সঙ্গে কাজ করছে, তাতে সমস্ত প্রশংসা তার কাধেই বর্তায়। একইভাবে সে কূলদ্বীপ যাদবকে উৎসাহিত করেছে। সন্দেহ নেই ভারতের ‘বি’ দল সহজেই পাকিস্তানকে হারিয়ে দিবে।
শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের আর কোন সিরিজ খেলবে না ভারত। তবে কোহলির নেতৃত্বাধীন দলটি ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই শুরু হবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
যেটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল শেষ হবার কিছুদিন পরই আবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ক্যানেরিয়া তাই মনে করছেন আইপিএল খেলে নিজেদের চাঙা করবে ভারতীয়রা। আর এই দলটিই ফাইনালে খেলবে।
এ প্রসঙ্গদে বলতে গিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোন সীমিত ওভারের ম্যাচ খেলবে না ভারত। তবে আইপিএল খেলে নিজেদের চাঙ্গা রাখবে তারা। আমি মনে করি এবারের বিশ্বকাপের ফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে।’