promotional_ad

শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফেসবুক-টুইটার থেকে দূরে থাকার নির্দেশ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাঠের ক্রিকেটে যাচ্ছে তাই অবস্থা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ভারতের অনঅভিজ্ঞ একটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয় সঙ্গী স্বাগতিকদের।


এই নিয়ে টানা ৫টি টি-টোয়েন্টি ম্যাচে হারলো লঙ্কানরা। আর গত ৪টি ওয়ানডে সিরিজের একটিকেও জিততে পারেনি শ্রীলঙ্কা। এ ছাড়া বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিভিন্ন ইস্যুতে ঝামেলাও নতুন নয়।


promotional_ad

তাই তো শ্রীলঙ্কার হতাশ সমর্থকরা সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের বয়কট করার জন্য প্রচারণা চালাচ্ছে। কিন্তু লঙ্কানদের প্রধান কোচ মিকি আর্থার ক্রিকেটারদের নির্দেশ দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে।


এই ইস্যুতে তিনি বলেন, 'আমার পরামর্শ থাকবে এসব থেকে যেন খেলোয়াড়েরা দূরে থাকে। আপনি এসব দেখে আরো হতাশ হয়ে পড়বেন। এটাই একমাত্র উপায় নিজেদের নিয়ন্ত্রণে রাখার।'


যারা ক্রিকেটারদের বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে তাদের উজবুক সম্বোধন করতেও ছাড়েননি আর্থার। তারা শ্রীলঙ্কার ক্রিকেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে কিনা তা নিয়েও সন্দেহ তার।


এ প্রসঙ্গে আর্থার বলেন, 'আমার কাছে সেরা উপদেশ হলো, এসব থেকে নিজেকে সরিয়ে রাখা। কিছু উজবুক আছে, যারা ভাবে যা ঘটছে, তার সবই তারা জানে। আদতে তারা কিছুই জানে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball