promotional_ad

রাজ্জাক-আকরামদের পথে হাঁটতে চান হাসান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডারদের তালিকা করলে অনেকটা উপরের সারিতেই থাকবেন আব্দুল রাজ্জাক। বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাট হাতে অবদান রাখায় সুনাম রয়েছে ওয়াসিম আকরাম ও আজহার মাহমুদের। তাঁদের দেখে অনুপ্রেরণা নিয়ে অলরাউন্ডার হতে চান হাসান আলি।


ইনজুরি কাটিয়ে ১৮ মাস পর চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন হাসান। এরপর থেকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ডানহাতি এই পেসার। বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেেও অবদান রাখছেন তিনি।


promotional_ad

ক্রিকেটে ফেরার পর ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসান। যেখানে তিনি ১৪ টি ছক্কা মারার পাশাপাশি অনেকগুলো চার মেরেছেন তিনি। তাতে অলরাউন্ডার পরিচয়টা জেগে ওঠছে তাঁর। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগেই নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছিলেন হাসান।


কায়েদ ই আজম ট্রফির ২০২০-২১ মৌসুমের ফাইনালে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৬১ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছ??লেন হাসান। ১০ চার ও ৭ ছক্কার ইনিংস দিয়ে হারা ম্যাচে দলকে টাই এনে দেন তিনি। এরপর থেকে নেটে ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করছেন তিনি।


এ প্রসঙ্গে হাসান বলেন, 'তিন ফরম্যাটেই আমি নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখি। নেটে আমি অতিরিক্ত পরিশ্রম করছি। ওয়াসিম আকরাম, আব্দুল রাজ্জাক ও আজহার মাহমুদকে দেখে অনুপ্রেরণা পাই এবং দলের গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখতে চাই।'


অভিজ্ঞ এই পেসার আরও বলেন, 'টি-টোয়েন্টিতে আমি সাধারণ ডেথ ওভারে ব্যাটিং করি। যেখানে একটাই অপশন, সেটা হলো বল হিট করা। অনুশীলনে আমি আমার পাওয়ার হিটিং ইম্প্রুভ করার জন্য কাজ করছি এবং ইয়র্কার, বাউন্সার এবং স্লোয়ারে কিভাবে রান করতে হয় সেটা শিখছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball