promotional_ad

সিরিজ জয়ের পুরষ্কার পেলো শ্রীলঙ্কা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। অনেকদিন পর হারের বৃত্ত ভাঙায় এই দলটিকে ১ লাখ ডলার পুরষ্কার দেবার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।


মাঠের ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছিলো না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজ তারা সর্বশেষ জিতেছিল সেই ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর তারা খেলেছে আরো ৬টি সিরিজ।


অথচ জিততে পারেনি একটিতে ও। টি-টোয়েন্টি ক্রিকেটেও লঙ্কানরা সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে। এরপর তারা সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছে আরো ৫টি সিরিজ।


promotional_ad

দুই ফরম্যাট মিলিয়ে মোট ১১টি সিরিজ পর অবশেষে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। পুরষ্কার স্বরূপ শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, 'সিরিজ জয়কে উদযাপন করতে জাতীয় দলকে ১ লাখ ডলার পুরষ্কার দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।'


একই সঙ্গে লঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজ জয়ের জন্য জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছে। এ ছাড়া তারা ক্রিকেটার, কোচিং প্যানেলের সদস্য এবং সাপোর্ট স্টাফদের নিবেদনের প্রশংসা করেছে।


এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, 'ভারতের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজে দারুণ পারফরম্যান্স দেখানোয় শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় দলকে অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে ২-১ এ সিরিজ জেতায় দলের প্রশংসা করছে।


তারা আরো জানায়, 'এই দুঃসময়ে জয় এনে দেয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের নিবেদনেরও প্রশংসা জানাচ্ছে। আশা করি এ ধারা অব্যহত থাকবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball