promotional_ad

নেপালে খেলবেন চান্দিমাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বনিবনা না হওয়ায় আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন দীনেশ চান্দিমাল। প্রায় বছরখানেক ধরে শ্রীলঙ্কা জাতীয় দলে না দেখা গেলেও নেপালে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। 


নেপালে অনুষ্ঠেয় এভারেস্ট প্রিমিয়ার লিগের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবে দেখা যাবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে গ্লাডিয়েটর্সরা।


promotional_ad

টুর্নামেন্টটিতে খেলা নিয়ে ভিডিও বার্তায় চান্দিমাল বলেন, ‘নেপালের মতো সুন্দর দেশে পরিদর্শন করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। গ্লাডিয়েটর্সের হয়ে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলা নিয়ে মরিয়া হয়েছে আছি।’


শ্রীলঙ্কার হয়ে ৬২ টেস্ট, ১৪৯ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন চান্দিমাল। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সর্বশেষ ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।


যেখানে প্রায় ১৩০ স্ট্রাইক রেটে ও ৪১ গড়ে ২৪৬ রান করেছেন চান্দিমাল। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক ছাড়াও খেলতে দেখা যাবে শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটারকে। এ ছাড়া পাকিস্তানের অলরাউন্ডার দানিশ আজিজও খেলবেন টুর্নামেন্টটি। 


যিনি পাকিস্তানের হয়ে হয়ে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। তাঁরা দুজনই খেলবেন কাঠমান্ডু কিংসের হয়ে। দলটির হয়ে আফ্রিদি ছাড়াও খেলতে দেখা যাবে নেপালের সন্দীপ লামিচানের মতো তারকা ক্রিকেটারকে। 


আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজন করা হবে কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball