promotional_ad

প্রথমবারের মতো আয়ার‌ল্যান্ডের টি-টোয়েন্টি দলে ক্যাম্ফার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড

২০ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না ক্রেইগ ইয়ংয়ের

আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে অভিষেক হলেও এখনও টি-টোয়েন্টিতে আইরিশদের হয়ে খেলার সুযোগ হয়নি কার্টিস ক্যাম্ফারের। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এই অলরাউন্ডারের। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। যেখানে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ক্যাম্ফার।


এই অলরাউন্ডার ছাড়াও প্রথবারের মতো দলে ডাক পেয়েছেন গ্রাহাম কেনেডি। এদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ইনজুরি কাটিয়ে উইলিয়াম পোর্টারফিল্ড এবং করোনা সংক্রমণ থেকে সেরে ওঠে দলে ফিরেছেন নেইল রক। দুই সিরিজেই আইরিশদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক আন্ড্রু বালবার্নি। 


আয়ারল্যান্ডের জার্সিতে ইতোমধ্যে ১০টি ওয়ানডে খেলে ফেলেছেন ক্যাম্ফার। যেখানে ব্যাট হাতে ৫১.২৮ গড়ে ৩৫৯ রান করেছেন এই অলরাউন্ডার। যার মধ্যে ৪টি হাফসেঞ্চুরিও ছিল। এছাড়া বোলিংয়ে ৫.৭৬ ইকোনোমিতে ৮টি উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সি ক্যাম্ফার।


promotional_ad

ব্যাটিং ও বোলিং দুই ইউনিটেই ভালো পারফর্ম করায় আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন তিনি। এবার অপেক্ষা অভিষেকের। এদিকে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন কেনেডি। দলটির হয়ে শেষ দশ ম্যাচে ৮টি উইকেট শিকার করেছেন এই বোলিং অলরাউন্ডার।


আরো পড়ুন

তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড

১৪ মে ২৫
আয়ারল্যান্ড ক্রিকেট দল

এছাড়া ব্যাট হাতে করেছেন ১৫২ রান। বোলিংয়ের পাশাপাশি ব্যাট করতে পারায় নির্বাচকদের নজরে এসেছেন তিনি। যার ফলস্বরূপ প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে প্রস্তুতি ম্যাচ খেলবে এই দুই দল।


যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য আয়ারল্যান্ড উলভসেরও দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।যার নেতৃত্ব দেবেন পোর্টারফিল্ড। প্রথম দুই টি-টোয়েন্টি পরে এই উলভ দলে যুক্ত করা হবে আরো দুই ক্রিকেটারকে।  ২৭ আগস্ট থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


টি-টোয়েন্টি দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, শেন গেটকেট, জশুয়া লিটল, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম ম্যাক্লিনটক, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।


ওয়ানডে দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম কেনেডি, জস লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম পোর্টারফিল্ড, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।


আয়ারল্যান্ড উলভ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), মুরে কমিন্স, স্টিফেন দোহানি, ম্যাট ফোর্ড, মাইক ফোর্স্ট, গ্রাহাম হিউম, গ্রাহাম কেনেডি, জেরেমি লওয়ার, জস ম্যানলে, নেইল রক ও লরকান টাকার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball