promotional_ad

জিম্বাবুয়ের নতুন অধিনায়ক আরভিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

১ ঘন্টা আগে
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

আসন্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরকে সামনে রেখে ক্রেইগ আরভিনকে অধিনায়ক করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এ নিয়ে ২০২০ সাল থেকে পঞ্চমবারের মতো অধিনায়ক পরিবর্তন করলো রোডেশিয়ানরা।


যদিও মাঝের সময় অধিনায়কত্ব করা ব্রেন্ডন টেলর, চামু চিবাবা ও সিকান্দার রাজারা ছিলেন অস্থায়ী। চমকপ্রদ ব্যাপার হচ্ছে দলে রয়েছেন নিয়মিত অধিনায়কশেন উইলিয়ামস। যদিও তাকে টেস্টের জন্যই বিবেচনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


আরভিনকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ডসির ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন।


promotional_ad

তারই অংশ হিসেবে এবার আরভিনকে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তবে সাদা পোশাকের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব থাকছে উইলিয়ামসের কাধেঁই।


আরো পড়ুন

ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড

২০ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না ক্রেইগ ইয়ংয়ের

দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন আরভিন। জিম্বাবুয়ের জার্সিতে ১৮টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যেখানে ৩৫.৫৩ গড়ে করেছেন ১২০৮ রান। সাদা পোশাকের ক্রিকেটে তার অর্ধশতক রয়েছে ৪টি।


৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ানডে খেলেছেন ৯৬টি। যেখানে ৩১.৯০ গড়ে করেছেন ২৬১৬ রান। আর ২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তার সংগ্রহ ৫৩৬ রান।


জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পরিবর্তন আসছে টেকনিক্যাল টিম ও নির্বাচক প্যানেলেও। আগামী কয়েক মাসের মধ্যেইে এই পরিবর্তনের ব্যাপারে আশাবাদী মাসাকাদজা।


জিম্বাবুয়ের স্কোয়াড: ক্রেইগ আরভিন(অধিনায়ক), শন উইলিয়ামস, ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, উসলে ম্যাধেভেরে, সিকান্দার রাজা, টাডিওয়ানাশে মারুমানি, তারিশাই মুসাকান্দা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং ডোনাল্ড টিরিপানো, কামুনহুকামওয়ে টিনাশে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball