মিরপুরে অনুশীলন শুরু টাইগারদের
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১১ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৭ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদিন সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েন টাইগার ক্রিকেটাররা।
প্রথমে গা গরম করে নেয়ার পর নিয়মিত অনুশীলনে ফিরে যান তারা। ইনডোরের নেটে ব্যাট হাতে ঝালিয়ে নিতে দেখা যায় তিন ওপেনার সৌম্য সরকার, লিটন দাস ও নাইম শেখকে।

গত ২৪ আগস্ট দিবাগত রাতে দেশে ফিরলেও আজকের অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় অনুশীলনে ফিরতে পারেননি তিনি।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
যদিও শনিবার থেকেই তাকে দলের সঙ্গে অনুশীলনে দেখা যেতে পারে। সাকিব ছাড়া বাংলাদেশ দলের ১৮ সদস্যের সবাই আজ অনুশীলনে নেমেছেন।
তাদের সঙ্গে ছিলেন ছিলেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। এই তিনজনকেও অনুশীলনে বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে।