promotional_ad

৫-১০ রান করে দলকে জেতানো গুরুত্বপূর্ণ: সোহান

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১১ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি আবার কখনও কোন কোন ব্যাটসম্যান ১০-১৫ রান করেও দলকে জিতিয়ে নায়ক বনে যান। এমন ঘটনা অবশ্য প্রায়শই ঘটে।  সেঞ্চুরি করে দলকে জেতাতে না পারার চেয়ে ৫-১০ রান করে দলের জয়ে অবদান রাখতে চান নুরুল হাসান সোহান।


এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, তাঁর কাছে এটাই গুরুত্বপূর্ণ। এদিকে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হিসেবে খেলতে পারায় বেশ খুশি তিনি। প্রশংসা করেছেন দলের বোলিং ইউনিটেরও। 


promotional_ad

এ প্রসঙ্গে সোহান বলেন, ‘অবশ্যই আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। যেকোন সময় ৫০ বা ১০০ করে যদি দল হারি এটার থেকে দলের জন্য জয়ে অবদান রাখতে পারাটা গুরুত্বপূর্ণ। এটা ৫ রান হোক ১০ হোক যেটাই হচ্ছে দলের জন্য উপকার হয়।’


এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও বলেন, ‘আমার কাছে সবসময় এটা গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজনে যতটুকু করতে পারি যেখান থেকেই সুযোগ পাই না কেন। তো অবশ্যই গত দুইটা সিরিজ আলহামদুলিল্লাহ আমরা দল হিসেবে খেলতে পেরেছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম কিংবা নাসুম আহমেদরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বোলিং ইউনিটের প্রশংসা করেছেন সোহান। দল হিসেবে খেলার প্রক্রিয়া ধরে রাখতে পারলে কিউইদের বিপক্ষেও ভালো কিছু হবে বলে মনে করেন তিনি।


সোহান বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করেছি। সত্যি বলতে মুস্তাফিজ তো অসাধারণ ছিল এবং সাকিব ভাই, শরিফুল, মেহেদি সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে এবং ভালো বল করেছে।’


তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমরা দল হিসেবে খেলতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসিটা যদি ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আরও ভালো কিছু হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball