টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান: ওয়াহাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
রাজনৈতিক বৈরিতার কারণে ২০১৩ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায়নি। এই সময়টায় তাঁরা মুখোমুখি হয়েছে কেবল আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপের মঞ্চে। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে মাঠের লড়াই দেখা যাবে ভারত-পাকিস্তানের।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে একই গ্রুপে এই দুই দল। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবে তাঁরা। ওয়াহাব রিয়াজ মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বের যেকোন দলকে হারাতে পারবে পাকিস্তান। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেও হারাবে বাবর আজমের দল।

পাকিস্তানকে নিয়ে ওয়াহাব আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও পরিসংখ্যান তাঁর পক্ষে কথা বলছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ বার। যেখানে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
ইংল্যান্ডেও জয়সাওয়ালের সঙ্গে রাহুলকে চান পূজারা
২৬ মে ২৫
ভারত চারটি ম্যাচে জয় পেলেও অন্যটি টাই হয়েছিল। এ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ দুটি ম্যাচ এবং এশিয়া কাপে একটি ম্যাচ খেলেছে তাঁরা। যেখানে এই তিন ম্যাচে পাকিস্তানের জয় কেবল একটিতে। পরিসংখ্যান নিজেদের বিপক্ষে বললেও ভারতকে হারাতে আত্মবিশ্বাসী পাকিস্তানের এই পেসার।
এ প্রসঙ্গে ওয়াহাব বলেন, ‘শিরোপা জয়ের জন্য তাদের (পাকিস্তান) সেই সামর্থ্য আছে। পাকিস্তান যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে তারা বিশ্বের যেকোন দলকে হারাতে পারে। এমনকি ভারতকেও হারাতে পারে তারা।’
পাকিস্তানের বাঁহাতি পেসার আরও বলেন, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে কয়েকটি বল কিংবা একটি ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচে ভিন্ন কিছু হবে না। পাকিস্তান যদি নিজেদের সেরাটা খেলতে পারে তাহলে তারা ভারতকেও হারাতে পারে।’