সাকিব-মুস্তাফিজদের দেখে শিক্ষা নিতে চান রবীন্দ্র

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা
১১ মে ২৫
বল হাতে ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানরা। ওয়ানডে ফরম্যাটে গেল কয়েক বছর ধরেই নিজেদের কন্ডিশনে দারুণ করছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টিতে খুব বেশি সাফল্য নেই তাঁদের। তবে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টির ব্যর্থ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে শুরু করেছে টাইগাররা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড। যেখানে কিউইদের হয়ে দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসেছেন রাচিন রবীন্দ্র। যদিও প্রথম সফরটি ছিল যুব দলের হয়ে। যেখানে বাংলাদেশের কন্ডিশনে জ্বলে উঠতে সাকিব-মুস্তাফিজ কিংবা মুশফিকুর রহিমদের দেখে শিখতে চান রবীন্দ্র।

২০১৬ সালে যুব দলের হয়ে বাংলাদেশের হয়ে খেলতে আসলেও এক ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি তরুণ এই অলরাউন্ডার। তবে সাকিব-মুস্তাফিজদের দেখে শিক্ষা নিয়ে সেটা বাংলাদেশের কন্ডিশনে কাজে লাগাতে চান রবীন্দ্র। এদিকে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদ-মুস্তাফিজদের প্রশংসা করেছেন তিনি।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
এ প্রসঙ্গে রবীন্দ্র বলেন, ‘মাত্রই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতল। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার তাদের আছে। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেশে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।’
বাংলাদেশে পা রাখার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দেখে এখানকার কন্ডিশনের রহস্য খানিকটা পড়ে এসেছেন রবীন্দ্র। কদিন আগে অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার দাবি করেছিলেন বাংলাদেশের কন্ডিশনে খানিকটা টি-টোয়েন্টির বিপরীত। যে কারণে এখানে ভিন্ন পরিকল্পনা করতে চান।
রবীন্দ্র বলেছিলেন, ‘বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।’