অনুশীলনে তাসকিনের বাউন্সারে আফিফের চোট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১১ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। চতুর্থ দিনের অনুশীলনে ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব।
অনুশীলনে পেসার তাসকিন আহমেদের বিপক্ষে ব্যাট করছিলেন আফিফ। সে সময় একটি বাউন্সার তার ডান হাতের কনুইয়ে লাগে।

এরপর মাটিতে নুইয়ে পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর তাকে পর্যবেক্ষণের জন্য ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কথা বলে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান ফিজিও। যদিও বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে তার চোট নিয়ে কিছু জানানো হয়নি।
১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মাঠের লড়াই। একদিন বিরতি দিয়ে ৩ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।